পরপর দুবার হারের পরে, মনিকা বাত্রার দুরন্ত কামব্যাক নজর কাড়ল গোটা দেশবাসীর । মহিলাদের টেবিল টেনিসের দ্বিতীয় রাউন্ডে ইউক্রেনের পেসোৎস্কাকে দুরন্ত লড়াইয়ে হারিয়েছে তিনি । জানা যায় তার আগে পঞ্চম সেটে হেরে গিয়েছিলেন মনিকা। ৮-১১ ফলে হার হয়েছিলেন মনিকার। ফলে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছলেন ভারতীয় প্যাডলার। উল্লেখ্য বিষয়টি হলো টোকিও অলিম্পিক ২০২১ ।

সূচনাপর্ব থেকে দ্বিতীয় দিনে এসে প্রথম ভারতীয় মহিলা হিসেবে তৃতীয় রাউন্ডে পৌছলেন মনিকা বাত্রা। জানা যায় আজকের এই ম্যাচের সূচনাপর্ব থেকে প্রথম দুটি রাউন্ডে প্রতিপক্ষের কাছে বেশ কিছুটা কোণঠাসা হতে হয়েছিল মনিকাকে। জানা যাচ্ছে দুটি রাউন্ডেই ৪-১১ ফল করে বেশ কিছুটা পিছিয়ে গিয়েছিলেন তিনি। তারপর পরবর্তী দুটি সেটে পরপর ১১-৭ এবং কুড়ি ১২-১০ পয়েন্ট সংগ্রহ করেন তিনি। পঞ্চম রাউন্ডে ফের প্রতিপক্ষের কাছে পিছিয়ে পড়তে হয় তাঁকে । তবে ষষ্ঠ এবং সপ্তম রাউন্ডে দুর্দান্ত কামব্যাক করে ফের নজর কাড়েন মনিকা।
বর্তমানে দেশে বা বিদেশে সবজায়গাতেই নজর কাড়েন মনিকা বাত্রা। বর্তমান সময়ে ভারতীয় টেবিল টেনিসে একজন মহিলা প্যাডলার হিসেবে প্রথম সারিতে নাম লিখেছেন তিনি। পৌলোমী এবং মৌমা এই দুই ভারতীয় টেবিল টেনিস প্যাডলারের পরে মনিকাই ভারতীয় টেবিল টেনিসকে এগিয়ে নিয়ে চলেছেন। আজ টেবিল টেনিসের টোকিও অলিম্পিকে তৃতীয় রাউন্ডে পৌঁছতে পারাই তাঁর এই সাফল্যে খুশি দেশবাসী।