রাজনৈতিক মঞ্চে, এক রকম ভাবে সূত্রপাতটা নন্দীগ্রামের হাত ধরেই নন্দীগ্রামের মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েই তাই ২০২১ এর হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভোটে নন্দীগ্রাম কে হাতিয়ার করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সেই সূত্রে আগামী ১১ মার্চ, শিবরাত্রির দিন ওই কেন্দ্রের জন্যে মনোনয়ন পেশ করতে চলেছেন তিনি। সূত্রের খবর অনুসারে তমলুক অথবা হলদিয়া প্রশাসনিক ভবন থেকে মনোনয়ন পেশ করবেন তিনি।
কিছুদিন আগে রাজ্য এসেছিল নির্বাচন কমিশনের বেঞ্চ। সেখান থেকেই নির্ধারণ করা হয় ভোটের দিনলিপি। আগামী এক মাসের মধ্যেই দ্বিতীয় দফার ভোট শুরু হতে চলেছে নন্দীগ্রামে । মে মাসের শুরুতেই দ্বিতীয় দফার ভোট হতে পারে বলেই জানা গেছে এখনো পর্যন্ত।
গত ১৮ ই জানুয়ারি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তেখালি মাঠের জনসভা থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তব্যের মাঝখানে তিনি একবার বলেছিলেন নন্দীগ্রামের মানুষ তাঁর কাছে প্রাণের তার কাছে খুবই প্রিয়। তাই এই বিধায়ক হিন কেন্দ্রের প্রার্থী হয়ে দাঁড়াতে চান তিনি।