দেশের রাজধানীতে নৈশ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে তৎপর আম আদমি পার্টি সরকার। ঠিক এমনই এক বার্তা দিলেন আম আদমি পার্টির সরকারের কান্ডারী তথা দিল্লির মুখ্যমন্ত্রী, আরবিন্দ কেজরিওয়াল। মূলত এর আগে পর্যন্ত রাজধানীতে আশ্রয় প্রার্থীদের জন্য রাত্রে থাকার ব্যবস্থা ছিল না। আর ক্ষমতায় আসার পরে সেই বিষয়ে দ্রূত নজর দিয়ে অবস্থার উন্নতি ঘটাতে শুরু করেন দিল্লি সরকার। পাশাপাশি নাইট শেল্টার গুলি রক্ষণাবেক্ষণের কাজেও মন দিয়েছিলেন দিল্লি সরকার। এই প্রসঙ্গে কেজরিওয়াল জানান, ” আমরা ক্ষমতায় আসার আগে দিল্লির সরকারের নাইট শেল্টার নিয়ে বারংবার আদালতের কাছে ভৎসনার শিকার হতে হয়েছে। তবে আমাদের সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম রেন শেল্টারের ওপর নজর দেওয়া হয়। বর্তমানে নাইট সেন্টারগুলোতে যে কোন মানুষ গেলে তাঁরা বলবেন যে কেউ গরিবদের জন্য ভালো কাজ করেছে। “

সেক্ষেত্রে নাইট শেল্টারগুলিতে দুবেলা খাদ্য বিতরণের জন্য অক্ষয়পাত্র ফাউন্ডেশনের তরফ থেকে খাদ্য সরবরাহ করা হবে। মূলত রাজধানীতে নাইট শেল্টার গুলিতে যে সমস্ত মানুষ আশ্রয় গ্রহণ করবেন তাদের বিনামূল্যে খাদ্য দেওয়ার জন্যেই এই ব্যবস্থা করা হয়েছে দিল্লি সরকারের তরফে। দিল্লিতে কাউকে ক্ষুধার্ত ঘুমাতে দেওয়া হবে না বলে জানান তিনি। আজ সাড়াইকাল খানের নাইট শেল্টারের খাদ্য বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।