বিদেশের মাটিতে মোদির প্রশংসায় রাহুল! এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 53 Second

অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। গত বৃহস্পতিবার থেকেই জ্বরের সমস্যায় ভুগছেন সনিয়া। সেই কারণেই শুক্রবার তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, এদিনই কেমব্রিজে বক্তৃতা করার জন্য দেশের বাইরে রয়েছেন পুত্র রাহুল গান্ধি।

বিদেশের মাটিতে নরেন্দ্র মোদির জমানার দুই প্রকল্পের প্রশংসা করলেন রাহুল গান্ধি৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে শুরু হওয়া উজ্জ্বলা যোজনা এবং পিএম জন ধন যোজনা অবশ্যই ভাল প্রকল্প৷ পাশাপাশি, নরেন্দ্র মোদি দেশকে ধ্বংস করছেন বলেই অভিযোগও করেন রাহুল৷

রাহুলের মন্তব্যের তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বলেন, ‘বিদেশের মাটিতে দেশের বদনাম করা এবং মিথ্যে কথা বলা রাহুল গান্ধির বরাবরের অভ্যাস৷’ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাহুল গান্ধি বলেন, ‘মহিলাদের গ্যাস সিলিন্ডার দেওয়া এবং সাধারণ মানুষের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা খুব একটা খারাপ জিনিস নয়৷ এটা বরং ভাল বিষয়৷’ এর সঙ্গেই অবশ্য রাহুল যোগ করেন, ‘কিন্তু এই ধরনের কথা বললে মূল বিষয় থেকে সরে যাওয়া হয়৷ কারণ আমার মতে মোদি ভারতবর্ষের কাঠামোকেই ধ্বংস করে দিচ্ছেন।’

এদিকে, দীর্ঘদিন ধরেই অসুখে ভুগছেন কংগ্রেসের এই প্রাক্তন সভানেত্রী। মাঝে মাঝেই তাঁকে চিকিৎসার কারণে হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে। মাঝে করোনাতেও আক্রান্ত হয়েছিলেন। যদিও, এদিন কংগ্রেসের তরফে দাবি করা হয়, রুটিন চেক আপের জন্যই হাসপাতালে ভর্তি করানো হয়েছে কংগ্রেস সভানেত্রীকে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ক্ষুব্ধ আদালত! বিপাকে অনুব্রত, তিহারে যেতে অনিহা। এম ভারত নিউজ

বিচারপতি জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের শুনানি শেষ হওয়ার পর দিল্লি হাইকোর্টে হতে পারে শুনানি

Subscribe US Now

error: Content Protected