এনসিবির অফিসে হাজির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

user
0 0
Read Time:1 Minute, 54 Second

সকাল দশটায় এনসিবি দফতরে সাংবাদিকদের ক্যামেরা এড়িয়ে ঢুকেছিল। বিকেল চারটে বাজতেই দফতর ছাড়লেন দীপিকা পাড়ুকোন। মোটের ওপর ছয় ঘণ্টা এনসিবি দফতরে ছিলেন বলি সুন্দরী। জানা গেছে, পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল তারকাকে দফায় দফায় জেরা করেছেন। এনসিবি সূত্রে খবর, হোয়াটসঅ্যাপের সেই গ্রুপে মাদক নিয়ে ‘ডি’ এবং ‘কে’-র যে কথোপকথন হয়েছিল তা আদপে দীপিকা (ডি) এবং করিশ্মারই (কে) চ্যাট। জেরায় দীপিকা এমনটাই স্বীকার করছেন বলে দাবি তদন্তকারী বিশেষ দলটির। তবে মাদক নিয়ে আলোচনা করলেও, তিনি নিজে মাদক নেন না। কোনও দিন নেননি, বলেই জানান দীপিকা। শনিবার মাদককাণ্ডে মুম্বইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে এসআইটি-র দফতরে পৌঁছনোর পর পরই সেখানে ঢুকতে দেখা যায় সুশান্তের ম্যানেজার করিশ্মা প্রকাশকে।

গতকালও করিশ্মাকে জেরা করেছিল এনসিবি। এদিনও দীপিকা ও করিশ্মাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। বিকেল চারটে নাগাদ নিজের ছাইরঙা এসইউভি গাড়িতে করে মুম্বই পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে দফতর ছেড়ে বেড়িয়ে যান দীপিকা। দীপিকার পাশাপাশি আজ এনসিবির ব্যালাড এসস্টেটের অফিসে জেরা করা হয় অপর দুই বলি নায়িকা শ্রদ্ধা কাপুর ও সারা আলি খানকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অবশেষে বিজেপিতে বড়সড় পদ পেলেন মুকুল রায়।

বিজেপিতে পদোন্নতি হল মুকুল রায়ের। শনিবার দলের সভাপতি জে পি নড্ডা কেন্দ্রীয় বিজেপির নতুন পদাধিকারীদের তালিকা ঘোষণা করেছেন। তাতে সহ সভাপতি করা হয়েছে বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়কে। সেখানে নাম রয়েছে পশ্চিমবঙ্গের আরও ১ নেতা অনুপম হাজরা। তিনি পদ পেয়েছেন, বিজেপির সর্বভারতীয় সম্পাদকের। নাম রয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তেরও। তবে বিজেপির […]

You May Like

Subscribe US Now

error: Content Protected