“কবে স্থায়ী সদস্য পদ পাবে ভারত?” রাষ্ট্রসংঘে প্রশ্ন মোদীর

user
0 0
Read Time:1 Minute, 34 Second

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী।
শনিবার ২২ মিনিটের ভাষণে মোদী বলেন, ‘দীর্ঘদিন ধরে রাষ্ট্রসংঘের সংস্কারের প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য অপেক্ষা করছে ভারতের মানুষ। আজ ভারতের মানুষ চিন্তিত যে আদৌও এই সংস্কার প্রক্রিয়া কখনও যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছবে কিনা।’ মোদী এদিন আরও বলেন, “দীর্ঘদিন পরাধীন থাকার পর ভারত দুর্বল হয়ে যায়।

তখনও ভারত কারও উপর বোঝা হয়নি।” দীর্ঘদিন ধরেই ভারতের স্থায়ী সদস্য পদ নিয়ে যে গড়িমশি চলছে তাতে যে নমো বিরক্ত এদিনের ভাষণে বেশ স্পষ্ট । এদিন সুদূরপ্রসারী উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে ভারতের সক্রিয়তা প্রসঙ্গে বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি করোনা আবহে দেশের কাজের খতিয়ান তুলে ধরে মোদীর আশ্বাস, “বিশ্বকে ভ্যাকসিন দেওয়ার মতো উৎপাদন ও বণ্টন সামর্থ রয়েছে ভারতের। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়ালও।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাষ্ট্রসঙ্ঘের সভায় নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি,গোটা বিশ্বকে ভ্যাকসিন দেওয়ার

রাষ্ট্রপুঞ্জের এই ভার্চুয়াল সভায় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্বকে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীর,ভারতে শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়াল। প্রধানমন্ত্রী এদিন বলেন,”অতিমারীর সময়ে ভারতের ওষুধ শিল্প ১২৫-টিরও বেশি দেশে জরুরি পথ্য পাঠিয়েছে।” ভারতেও ভ্যাকসিনের ট্রায়াল চলছে, সে কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য […]

Subscribe US Now

error: Content Protected