রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী।
শনিবার ২২ মিনিটের ভাষণে মোদী বলেন, ‘দীর্ঘদিন ধরে রাষ্ট্রসংঘের সংস্কারের প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য অপেক্ষা করছে ভারতের মানুষ। আজ ভারতের মানুষ চিন্তিত যে আদৌও এই সংস্কার প্রক্রিয়া কখনও যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছবে কিনা।’ মোদী এদিন আরও বলেন, “দীর্ঘদিন পরাধীন থাকার পর ভারত দুর্বল হয়ে যায়।
তখনও ভারত কারও উপর বোঝা হয়নি।” দীর্ঘদিন ধরেই ভারতের স্থায়ী সদস্য পদ নিয়ে যে গড়িমশি চলছে তাতে যে নমো বিরক্ত এদিনের ভাষণে বেশ স্পষ্ট । এদিন সুদূরপ্রসারী উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে ভারতের সক্রিয়তা প্রসঙ্গে বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি করোনা আবহে দেশের কাজের খতিয়ান তুলে ধরে মোদীর আশ্বাস, “বিশ্বকে ভ্যাকসিন দেওয়ার মতো উৎপাদন ও বণ্টন সামর্থ রয়েছে ভারতের। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়ালও।”
