অবশেষে বিজেপিতে বড়সড় পদ পেলেন মুকুল রায়।

user
0 0
Read Time:2 Minute, 7 Second

বিজেপিতে পদোন্নতি হল মুকুল রায়ের। শনিবার দলের সভাপতি জে পি নড্ডা কেন্দ্রীয় বিজেপির নতুন পদাধিকারীদের তালিকা ঘোষণা করেছেন। তাতে সহ সভাপতি করা হয়েছে বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়কে। সেখানে নাম রয়েছে পশ্চিমবঙ্গের আরও ১ নেতা অনুপম হাজরা। তিনি পদ পেয়েছেন, বিজেপির সর্বভারতীয় সম্পাদকের। নাম রয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তেরও। তবে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদ খুইয়েছেন রাহুল সিনহা। মুকুল রায় ছাড়াও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি পদে নিযুক্ত হলেন ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা রঘুবর দাস-সহ মোট ১২ জন। মুকুলের মতো তুখোড় এই রাজনীতিবিদকে দলের গুরুত্বপূর্ণ পদে আনার ব্যাপারে তৎপরতা চলছিল দলের অন্দরে।

মুকুলের ব্যাপারে কৈলাস বিজয়বর্গীয়র সুপারিশও এক্ষেত্রে অনেকটাই কাজে লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে মোদী-শাহদের পছন্দের তালিকায় ওপরের দিকেই মুকুলের নাম থাকায় সেই কাজে বিশেষ বেগ পেতে হয়নি বিজয়বর্গীয়কে। অন্যদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে মুকুল রায়কে দলের গুরুত্বপূর্ণ পদে এনে এবার নির্বাচনী প্রচারেও তাঁকে পুরোদস্তুর কাজে লাগাতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাবার পাশে রোহন, তিন লাইনের বাক্যে মোক্ষম জবাব সুনীল-পুত্রের

বাবার অপমানের বদলা নিতে এবার আসরে নামলেন রোহন গাভাসকার। বাবার পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় নাম না করেই অনুষ্কার বিরুদ্ধে তোপ দেগে তা পোস্ট করলেন তিনি। সঙ্গে সমালোচকদেরও জবাব দেন সুনীল-পুত্র। রোহন। লিখেছেন, ‘আই লাভ চলোকেট (I love cholocate)। আবার পড়ুন। এভাবেই আপনি পরীক্ষায় ফেল করেন।’ অর্থাৎ এক কথার যে অন্য […]

Subscribe US Now

error: Content Protected