Read Time:1 Minute, 24 Second
আপাতত স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়। শনিবার সকাল থেকে নতুন করে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান এই অভিনেতা। অভিনেতার
কো-মর্ডিবিটি ও বয়স বেশ ভাবাচ্ছে চিকিৎসকদের। তবে অভিনেতার আরও নানান অসুস্থতা রয়েছে। সোমবার করোনা রিপোর্ট পজেটিভ আসার পর মঙ্গলবার বেলভিউতে ভর্তি করানো হয় তাঁকে। শুক্রবার বিকেলে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইটিইউতে স্থানান্তরিত করা হয়। গঠন করা মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে অভিনেতার। শিল্পীর শুক্রবার রক্তচাপ ওঠা নামা করলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে রক্তচাপ। কয়েকদিন আগেই পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় নিজের বায়োপিক অভিযান
-এর শ্যুটিং করেছিলেন। তারপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। এর আগেও টলিউডে থাবা বসিয়েছে করোনা। সিনেমার কলা কুশলীদের পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন টেলিভিশনের কলা কুশলীরা।
