করোনা মহামারীর জন্য দু বছর বন্ধ ছিল বঙ্গ সম্মান প্রদান। সোমবার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হলো বঙ্গসম্মান প্রদান অনুষ্ঠান । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পুরস্কার তুলে দেন পুরস্কার প্রাপকদের হাতে। এদিন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রানী হালদার, কৌশিকী চক্রবর্তীদের সম্মান প্রদান করা হয়। ইন্দ্রানী হালদার, অভিনেতা দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, জুন মালিয়াকে এবছর বঙ্গভূষণ প্রদান করা হয়। বঙ্গ সন্মান পান অভিনেতা সোহম ও ইমন চক্রবর্তীও । এবার কুমার শানু ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে প্রদান করা হয় বঙ্গবিভূষণ ও জিৎ গাঙ্গুলীকে প্রদান করা হয় বঙ্গভূসন পুরস্কার। বাংলার মহানায়ক সম্মানে ভূষিত করা হয় সোহম চক্রবর্তী ও নুসরাত জাহানকে। বাংলার বিশেষ কৃতিদের ক্ষেত্রে বঙ্গবিভূষণ সম্মান পেয়েছে নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী স্বয়ং। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন এবছর ডিসেম্বরে রেড রোডে পালন করা হবে আন্তর্জাতিক সংগীত উৎসব।
দু’বছর পর নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল বঙ্গসন্মান প্রদান । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 57 Second