গোয়াতে এবার চালু ‘গৃহ লক্ষী’ প্রকল্প । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 29 Second

কংগ্ৰেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে জেতানো এমনই জানালেন কেজরিওয়াল। বাংলায় মহিলাদের ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র সুবিধা দিয়েছেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এবার সেই সাফল্যকে অনুকরণ করে গোয়ায় ‘গৃহলক্ষ্মী’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। নির্বাচনী প্রতিশ্রুতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করলেন আম আদমী পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এদিন সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল ১৩ দফা প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি সেখানে গোয়ার মহিলাদের মাসিক এক হাজার টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। রাজনৈতিক মহল মনে করছে এক্ষেত্রে আপ প্রধান তৃণমূলকে অনুসরণ করলো। তবে তৃণমূল থেকে বলা হয়েছে গোয়ার মহিলাদের মাসিক ৫ হাজার টাকা দেওয়ার হবে। এদিন কেজরিওয়াল টুইট করে জানান গোয়ায় আপ জিতলে প্রতি বছর সাধারণ মানুষের ১০ লক্ষ টাকা বাঁচবে কারণ, বিদ্যুৎ-জল-সহ একাধিক সুবিধা বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি তিনি আরও বলেন বেকারদের প্রতি মাসে ৩ হাজার টাকা আর্থিক সাহায্য দেবে আপ সরকার। হাতে আর মাত্র এক মাস। তারপরেই গোয়ায় বিধানসভা ভোট। এবার লড়াই চতুর্মুখী-বিজেপি-কংগ্রেস-তৃণমূল-আম আদমী পার্টি। সকল দলের মধ‍্যে তীব্র প্রতিযোগীতা চলছে যে , কে কত সুবিধা দেবে। ভোটের মুখে এই পরিস্থিতিতে সকলের প্রধাণ শক্র বিজেপি হলেও সেখানে এখনও বিরোধী জোট গড়ে ওঠেনি। ভোটের আগে কোনও দলের সঙ্গে জোটে যাবে না আপ তা স্পষ্ট করে দিলেন আপ প্রধান। তবে ভোটের পর বিজেপি বিরোধী জোট হতেও পারে তবলেই ইঙ্গিত দিলেন কেজরিওয়াল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভোটের টিকিট না পাওয়ায় আত্মহত‍্যার চেষ্টা । এম ভারত নিউজ

সমাজবাদী পার্টিতে দীর্ঘদিন ধরে কাজ করে এসেছেন। দলের একনিষ্ঠ কর্মী হওয়া স্বত্তেও বিধানসভা নির্বাচনে দল তাঁকে প্রার্থী করেনি। এই পরিস্থিতিতে ক্ষোভ থেকে লখনউতে পার্টির সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক কর্মী। তিনি ছিলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির এক সদস্য। পথচলতি মানুষের চেষ্টায় তাঁকে মৃত্যুমুখ থেকে ফেরানো হয়। […]

You May Like

Subscribe US Now

error: Content Protected