করোনা আক্রান্ত হয়ে এবার না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা রাহুল বোহরা। থিয়েটারের পরিচালক -নাট্যকার, অরবিন্দ গৌর রবিবার একটি ফেসবুক পোস্টে এই খবরটি নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর আগে চিকিৎসা ব্যবস্থাকে আরও একবার দোষারোপ করলেন অভিনেতা রাহুল বোহরা। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই নানান রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বছর পঁয়ত্রিশের এই অভিনেতা ।প্রসঙ্গত উল্লেখ্য, দিনের-পর-দিন শারীরিক অবনতি হচ্ছিল বলে জানিয়েছিলেন তিনি নিজে । ক্রমাগত অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে যেতে থাকে, তবে দেখার মত কেউ নেই।

করোনা আক্রান্ত হওয়া মাত্রই হাসপাতালে ভর্তি হন তিনি। প্রায় প্রতিটি মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন অভিনেতা । একটা সময়ের পর নিতান্ত ক্লান্ত হয়েই নিজের জন্য বেড এবং অক্সিজেনের কাতর আরতি জানান তিনি। নিজের জন্য অক্সিজেন এবং বেডের সন্ধান করতে ফেসবুকে পোস্টও করেছিলেন তিনি। পোস্টে জানিয়েছিলেন,” “আমি কোভিড পজিটিভ, আমি হাসপাতালে ভর্তি হয়েছি । প্রায় ৪ দিন ধরে আমার স্বাস্থ্যের কোনও উন্নতি হয়নি। এমন কোনও হাসপাতাল আছে যেখানে অক্সিজেন ও বেড পাওয়া যাবে? আমার অক্সিজেন লেভেল ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং এখানে দেখার মত কেউ নেই।”
এই পোস্ট করার পরেও কোনোরকম কোনো সাহায্য না পাওয়ায়, মৃত্যুর ২৩ ঘণ্টা আগে আরও একবার একবিংশ শতাব্দী চিকিৎসা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে একটি টুইট করেন তিনি, লেখেন, “যদি আমার ভাল চিকিৎসা হত তবে আমি বেঁচে যেতাম, আপনার রাহুল বোহরা। আমি আবার জন্মগ্রহণ করব এবং ভাল কাজ করব, আমি এখন সাহস হারিয়ে ফেলেছি। “ তবে শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে এই কঠিন যুদ্ধে পরাস্ত হয়েই না ফেরার দেশে চলে যান তিনি।