ফের উত্তরবঙ্গে অজানা জ্বরের বলি একাধিক শিশু । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 9 Second

আবারও উত্তরবঙ্গ কাবু হলো অজানা জ্বরে। গত ২৪ ঘণ্টার মধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছে রায়গঞ্জ হাসপাতালে ৩ শিশুর মৃত্যুর ঘটনা । হাসপাতালে শিশু ভর্তির সংখ্যা ক্রমশই বাড়ছে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে । তবে,এখনও কিছুই স্পষ্ট ভাবে জানা যায় নি যে ঠিক কী কারণে এই মৃত্যু ঘটেছে সেই বিষয়ে। ফলত, বর্তমানে শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনা ও মৃত্যুহার নিয়ে উত্তর দিনাজপুর জেলার বাসিন্দাদের দুশ্চিন্তা বাড়ছে ।

জানা গিয়েছে যে, ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে তিন শিশু রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন। যাদের মধ্যে একজনের বয়স ছ’মাস, বাকি দু’জন ১২ ও ১৪ বছরের। বেশির ভাগ শিশুরই যারা শিশু বিভাগে ভর্তি হয়েছে তাদের সর্দি-কাশি, শ্বাসকষ্টের উপসর্গের সঙ্গে জ্বর রয়েছে। তবে মেডিক্যাল কলেজের শিশু চিকিৎসকদের একাংশ দাবি করেছেন যে, সদ্যোজাতদের জন্মের পর মাথার চুল কেটে ফেলার ফলে ঠান্ডা লেগে জ্বর ও শ্বাসকষ্ট হচ্ছে । কিন্তু, এই শিশুদের মধ্যে কোভিড সংক্রমণ আছে কি না সেই বিষয়ে জানতে টেস্ট হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, শিশু মৃত্যুর কারণ প্রসঙ্গে এখনও পর্যন্ত মেডিকেল কর্তৃপক্ষ বা জেলা স্বাস্থ্য দফতরের কোনও প্রতিক্রিয়া মেলেনি । তবে রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের এই ঘটনা যথেষ্ট চিন্তায় ফেলেছে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভারতের হাত ধরতে অতি তৎপর ফ্রান্স, কিন্তু কেন ? । এম ভারত নিউজ

প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে উদ্যোগী ভারত ও ফ্রান্স উভয়েই। এই বিষয়ে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করে ভারত ও ফ্রান্স বুদ্ধিমত্তা ও তথ্য ভাগ করে নেওয়ার মাধ্যমে প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্বকে শক্তিশালী করতে সম্মত হয়েছে। পারস্পরিক ক্ষমতা বৃদ্ধি, সামরিক ক্ষমতা প্রসারিত করে এবং সামুদ্রিক, স্থান এবং সাইবার ডোমেনে […]

Subscribe US Now

error: Content Protected