টিকাকরণ নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্যের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 42 Second

ধাক্কাধাক্কি এড়াতে কুপনের মাধ্যমে টিকাকরণের সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য সরকারের তরফে। ইতিমধ্যেই সমস্ত হাসপাতালগুলিকে নবান্নের তরফ থেকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। আজ উত্তরবঙ্গের ধুপগুড়িতে টিকাকরণ করাতে গিয়ে যে ভয়াবহ কান্ড তৈরি হয়েছে, তার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানা যাচ্ছে, আজ সেখানে লাইন দিতে গিয়ে ধাক্কাধাক্কিতে রক্তাক্ত হয়েছেন কমপক্ষে ২৫ জন। তাদের মধ্যে চারজনের আঘাত গুরুতর।করোনাকালীন পরিস্থিতিতে অন্যতম মান্যতা দেওয়ার বিষয়টি হল সামাজিক দূরত্ব বজায় রাখা। সেক্ষেত্রে সামাজিক দূরত্ব তো দূরের কথা, উল্টে মাছের বাজারের মত হামলে পড়ে ভিড় করেছেন সাধারণ মানুষ। আজকের এই ভয়াবহ ঘটনা নিয়ে ইতিমধ্যেই নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব। এই বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা শাসক, পুলিশ সুপার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা।

এই বৈঠকের পর ইতিমধ্যেই জেলাগুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করে জানানো হয়েছেঃ

১) কেবলমাত্র কুপনের মাধ্যমে টিকাকরণ করানোর অনুমতি দেওয়া হবে।

২) উপস্থিত ব্যক্তি সাধারণের হিসেবে অপেক্ষাকৃত বড় জায়গা বিবেচনা করে তবে টিকা করনের জন্য জায়গা নির্ধারণ করা হবে।

৩) টিকাকরণ কেন্দ্রে সাধারণ মানুষের ভিড় ঠেকাতে প্রয়োজনে পুলিশ বাহিনী মোতায়েন করতে হবে।

৪) টিকাকরণের কুপন দেওয়ার ক্ষেত্রেও মানতে হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় । টিকাকরণের ১ থেকে ২ দিন আগে দিতে হবে সেই কুপন।

৫) ভ্যাকসিন দেওয়ার জায়গা ঠিক করার জন্য, নির্দিষ্ট একটি টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

৬) দুয়ারে সরকারের মত ভ্যাকসিন বুথের চিহ্নিতকরণের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আর্থিক প্রতারণার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে । এম ভারত নিউজ

এবার চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। এছাড়াও তাঁর নির্দেশে নির্বাচনের আগে বোমাও রাখা হয়েছিল এমনটাই জানিয়ে দিনহাটা থানায় অভিযোগ জানিয়েছেন গোসানিমারির বাসিন্দা ফিরদৌস ইসলাম।তার অভিযোগ বিধানসভা নির্বাচনের আগে নিশীথ প্রামাণিকের সঙ্গে কাজ করতেন তিনি। সেইসময়ই তাকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে […]
politics_1289

Subscribe US Now

error: Content Protected