ফের যোগীরাজ্য, গঙ্গার ধারে উদ্ধার সারি-সারি দেহ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 17 Second

ফের যোগীরাজ্য, প্রয়াগরাজে গঙ্গার ধারে উদ্ধার সারি সারি দেহ । করোনার দ্বিতীয় ঢেউতে নাজেহাল গোটা দেশ । যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা তেমনই বাড়ছে মৃতের সংখ্যাও । বলা যেতে পারে এই মুহূর্তে দেশে মৃত্যু মিছিল চলছে । শ্মশানে গিজ-গিজ করছে দেহ কিন্তু পোড়ানোর জায়গা নেই । তা বলে এহেন বিবেচনাহীন হতে পারে মানুষ ? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন । বেশ কয়েকদিন ধরেই নদীর জলে মৃতদেহ ভাসতে দেখা যাচ্ছে, কোথাউ আবার নদীর চরে সারি সারি মৃতদেহ পোঁতা রয়েছে । আর এবারও সেই এক ঘটনা, প্রয়াগরাজে গঙ্গার ধারে বালির চর থেকে উদ্ধার হল সার-সার অর্ধদগ্ধ দেহ । এমন ঘটনায় প্রথম থেকেই বার-বার উত্তপ্রদেশের নাম সামনে উঠে এসেছে । এর আগে উন্নাও, কনৌজ, কানপুর, রায়বরেলির মতো জায়গায় গঙ্গার চর থেকে উদ্ধার হয়েছে অগুন্তি মৃতদেহ । আর এবার প্রয়াগরাজেও । উদ্ধার হওয়া প্রতিটি দেহই করোনায় আক্রান্তের দেহ বলেই দাবী করেছেন স্থানীয়দের একাংশ । শুধু উত্তপ্রদেশ নয় এই ঘটনায় বিহারের নামও সামনে এসছে এর আগে । জ্ঞানত রাজ্যের সরকার এই ধরনের কাজে কোনও বাঁধা দিচ্ছেননা নাকি সরকারকে ছোট করার উদ্দেশ্যে এ কাজ করা হচ্ছে, কিংবা এর পেছনেও কোন রাজনৈতিক হিংসা আছে কিনা তা জানা নেই । তবে এই ঘটনায় নদীর জল দূষিত হওয়ার পাশাপাশি দূষণ ছড়াচ্ছে পরিবেশেও, যার ফলে পরিবেশের পাশাপাশি অসুস্থ হতে পারেন আমার আপনার মত বহু মানুষ । এই কথা কবে সাধারন মানুষ বুঝবেন তারই অপেক্ষা ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অক্সিজেন পার্লার, সেফ হোম বানিয়ে মানুষের পাশে মদন মিত্র । এম ভারত নিউজ

করোনা পরিস্থিতিয়ে এগিয়ে এলেন কামারহাটির সদ্য দায়িত্বপ্রাপ্ত বিধায়ক মদন মিত্র । রবিবার অর্থাৎ আজই কামারহাটিতে একটি অক্সিজেন পার্লারের উদ্বোধন করেন মদনবাবু । এছাড়াও আগামীকাল ১০০ বেডের একটি সেফ হোমও চালু করতে চলেছেন তিনি । এই সেফ হোমটি অক্ষয় তৃতীয়ার দিনই তৈরী করেছেন তিনি । নির্দিষ্ট সেফ হোমে তিনি রোগীদের জন্যে […]

Subscribe US Now

error: Content Protected