
কখনও বলিউড, কখনও টলিউড, দাপিয়ে বেড়াচ্ছেন। সামনেই আরও এক ছবির কাজ শুরু। সদ্য মুম্বই নগরীতে বেশ কিছুদিন ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখান থেকে ফিরেই এবার তিনি হাত দিয়েছেন তাঁর আগামী ছবি দেবী চৌধুরানীতে। এই ছবিতে তিনি ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন। তবে এবার তিনি এমন এক খবর দিলেন, যা শোনা মাত্রই সকলে চমকে গেলেন। খুশির হাওয়া বাংলা সিনে পাড়ায়। প্রথম কোনও বাংলা ছবির মোশন পোস্টার মুক্তি পেতে চলেছে কান চলচ্চিত্র উৎসবে। ১৬মে থেকে শুরু হয়ে গিয়েছে কান চলচ্চিত্র উৎসব। চলবে ২৭ মে পর্যন্ত। গোটা বিশ্বের সামনে মুক্তি পেতে চলেছে এই ছবির মোশন পোস্টার।
দেবী চৌধুরানী বাংলার পর্দায় এই প্রথম নয়। তবে এবার লার্জ স্কেলে ছবি তৈরি করছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নির্ভর এই ছবি ঘিরে দর্শক মনে উত্তেজনার পারদ তুঙ্গে। বাংলা, হিন্দি, তামিল, তুলুগু, মালায়লম সহ সাতটি ভাষায় আসতে চলেছে এই ছবি। মুক্তি পেতে চলেছে সোশ্যাল মিডিয়ায়। গোটা দেশ জুড়ে মুক্তি পাবে এই ছবি। শীঘ্রই শুরু হবে ছবির কাজ। ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও থাকছেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বনিক ও কিঞ্জল। ছবিটি মুক্তি পাবে ২০২৪ সালে।
শনিবার, ২০ মে সন্ধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। অভিনেতা এদিন তাঁর ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন। সেখানে একদিকে সদ্য প্রকাশ্যে আসা ‘দেবী চৌধুরানী’র পোস্টার, অন্যদিকে কান চলচ্চিত্র উৎসবের পোস্টার এবং ছবি। এই ছবিগুলোকে একসঙ্গে পোস্ট করে অভিনেতা লেখেন, ‘দেবী চৌধুরানী, বাংলার ব্যান্ডিট কুইনের মোশন পোস্টার আন্তর্জাতিক স্তরে দর্শকদের সামনে প্রকাশিত হবে। এই পোস্টার ওয়ার্ল্ড মিডিয়ার সামনে ইন্ডিয়ান প্যাভিলিয়ন ইন মার্চ দু ফিল্মস, কান ২০২৩ -এ দেখানো হবে।’ একই সঙ্গে তিনি লেখেন, ‘আজাদী কা অমৃত মহোৎসব। জয় ভৈরবী।’ তিনি তাঁর এই পোস্টে শুভ্রজিৎ মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দকে মেনশন করেছেন।