ক্রিকেট দুনিয়াকে বিদায় জানালেন শ্রীসন্থ । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 57 Second

ক্রিকেট দুনিয়াকে বিদায় জানালেন বিতর্কিত খেলোয়াড় এস শ্রীসন্থ । আজ বুধবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে এমনই এক বিবৃতি দিয়েছেন তিনি । পোস্ট করেছেন এক আবেগঘন বার্তা । এই বার্তায় তিনি লিখেছেন, ”আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য আমি আমার প্রথম শ্রেণির কেরিয়ারে ইতি টানার সিন্ধান্ত নিয়েছি। এটা আমার একার নেওয়া সিদ্ধান্ত। জানি এই সিদ্ধান্ত আমার জন্য আনন্দধারা বয়ে আনবে না। কিন্তু এটাই সিদ্ধান্তটা নেওয়ার একেবারে সঠিক সময়।” ইন্ডিয়া টিমের প্রাক্তন পেসার বেটিং বিতর্ক নিয়ে একেবারেই মুখ খোলেননি । সাফল্যের চেয়েও তাঁর কেরিয়ারে বিতর্কের খবরটাই বেশি । ৩৭ বছর বয়সে টানা প্রায় আট বছর নির্বাসন কাটিয়ে ২২ গজে ফেরার সাহস সবার থাকেনা । সেই সাহস দেখিয়েছিলেন শ্রীসন্থ । তবে এবার কি হল ? ট্যুইটে নিজের কেরিয়ার সম্পর্কে বেশি কিছু না বললেও দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে যে তিনি গর্বিত তা স্পষ্ট করেছেন এই প্রাক্তন ক্রিকেটার। ২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগে শ্রীসন্থকে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত করে বিসিসিআই। যদিও ২০১৫ সালে দিল্লি আদালত তাঁকে নির্দোষ বলে ঘোষণা করে। এরপর ২০১৮ সালে কেরল হাই কোর্ট বিসিসিআইকে আজীবন নির্বাসনের সিদ্ধান্ত প্রত্যাহার করার নির্দেশ দেয়। পরের বছর একই মামলায় সুপ্রিম কোর্ট শ্রীসন্থকে ‘‌দোষী’‌ চিহ্নিত করলেও BCCI-কে শাস্তি কমানোর জন্য নির্দেশ দেয়। আর শীর্ষ আদালতের নির্দেশেই শ্রীসন্থের শাস্তির মেয়াদ কমে সাত বছরে নেমে আসে। ২০২০ সালে শেষ হয় সেই নির্বাসন। এরপর প্রথম সারির ক্রিকেটে কামব্যাকও করেছিলেন শ্রীসন্থ। গত সপ্তাহেই ৯ বছর পর রনজি ট্রফিতে প্রথম উইকেট পান তিনি। কিন্তু তার এক সপ্তাহ পরেই নিজের অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন শ্রীসন্থ । এতে সভাবতই যথেষ্ট আঘাত পেয়েছেন তাঁর ভক্তরা ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কোন রাজ্যে জিতছে কে ? জানুন । এম ভারত নিউজ

আজ উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের নিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনে মাথায় হাত তৃণমূলের। উত্তরপ্রদেশের মোট ৪০৩ টি আসনের মধ্যে ২৬৮টি ভোটে এগিয়ে বিজেপি। তারপরেই রয়েছে এসপি ১৩০টি আসনে। ২ করে আসন পেয়েছে কংগ্রেস, বিএস্পি এবং অন্যান্য। পাঞ্জাবে ১১৭টি আসনের মধ্যে ৯২টি দখল করেছে আপ। এরপরেই রয়েছে কংগ্রেস, পেয়েছে ১৮টি আসন। […]

Subscribe US Now

error: Content Protected