আফস্পা প্রত্যাহারের দাবিতে সরব নাগাল্যান্ড সরকার । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 58 Second

নাগাল্যান্ডের মন জেলায় শনিবার কেন্দ্রীয় সেনার প্যারা স্পেশ্যাল ফোর্সের গুলিতে নিরীহ গ্রামবাসীদের মৃত্যুর পর ফের আরও একবার জোরদার হল উত্তর-পূর্ব ভারত থেকে আফস্পা প্রত্যাহারের দাবি। সোমবার একযোগে আফস্পা প্রত্যাহারের দাবিতে সরব হয়েছিলেন নাগাল্যান্ড এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা। মঙ্গলবার নাগাল্যান্ড মন্ত্রিসভায় আলোচনার ভিত্তিতে গৃহীত হয়েছে এই প্রস্তাবও। আফস্পা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় সরকারকে এবার চিঠি পাঠাতে চলেছে নেইফু রিও-র সরকার।

উত্তর-পূর্ব ভারত থেকে কেন্দ্র প্রদত্ত সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা প্রত্যাহারের দাবি আজকের নয়। এই দাবি বহু দীর্ঘ সময়ের। সাধারণ নাগরিকের নিরাপত্তার নামে তাঁদের উপর অকথ্য নির্যাতন করে সেনাবাহিনী, এহেন অভিযোগ ওঠে প্রায়শই। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত নয়ের দশক থেকে অসম, নাগাল্যান্ড-সহ উত্তরপূর্ব ভারতের প্রায় সবকটি রাজ্য ‘উপদ্রুত এলাকা’ হিসাবে চিহ্নিত করে সেখানে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা প্রয়োগ করার অধিকার দিয়েছে কেন্দ্র। এই একই পরিস্থিতির মুখোমুখি মনিপুরও।

শনিবার নাগাল্যান্ডে সেনার গুলিতে নিরীহ ১৪ জন গ্রামবাসীর মৃত্যুতে ফের সাধারণ মানুষের মনে ফিরে ফিরে আসছে আফস্পা আতঙ্ক। সেনার বিশেষ ক্ষমতার জোরেই স্রেফ জঙ্গি সন্দেহে এভাবে গুলি চালিয়ে তাঁদের মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়েছে বলেই সরব উত্তরপূর্বের রাজনৈতিক মহলের একটা বড় অংশের। শনিবারের ঘটনার পর তাই আফস্পা প্রত্যাহারের দাবিতে ফের সরব হয়েছিলেন মেঘালয়ের মু্খ্যমন্ত্রী কনরাড সাংমা। সোমবার সেই সুরেই সুর মিলিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও। তাঁদের এই দাবিকে সমর্থন জানিয়েছেন উত্তরপূর্বের আরেক রাজ্য ত্রিপুরার রাজনৈতিক দল টিআইপিআর প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ মাণিক্য দেববর্মাও।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অভিষেকের বৈঠকে মিমি-নুসরত অনুপস্থিতিকে নিয়ে কড়া তৃণমূল । এম ভারত নিউজ

সংসদীয় দলের বৈঠকে গরহাজির থাকার জন্য তৃণমূল শো-কজ করল দুই সাংসদ নুসরত জাহান এবং মিমি চক্রবর্তীকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সংসদীয় দলের বৈঠকে তাঁরা কেন হাজির ছিলেন না তার জবাব চেয়েছে শাসক দল। মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজধানীতে উড়ে গিয়েছেন। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড আজ দিল্লিতে বৈঠকে বসেছিলেন দলের সব […]

Subscribe US Now

error: Content Protected