Read Time:1 Minute, 24 Second

দেশজুড়ে বেজে গিয়েছে যুদ্ধের দামামা। যুদ্ধ চলছে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার। যুদ্ধে যোগ দিচ্ছেন দেশের তরুণদল। কিন্তু সকলকে চমকে দিয়ে যুদ্ধে চলেছেন ৪২ বছরের হাকোবিয়ান। কে এই হাকোবিয়ান জানেন?। তিনি হলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের স্ত্রী। একা অ্যানা নন, প্রধানমন্ত্রীর পরিবারের অন্য সদস্যরাও যুদ্ধে নেমেছেন দেশরক্ষায়। খোদ প্রধানমন্ত্রীর স্ত্রী রয়েছেন নেতৃত্বে।তাঁদের ছেলে অ্যাশট পাশিনিয়ানও কারাবাখ অঞ্চলের যুদ্ধক্ষেত্রে। অ্যানা নিজে একটি ফেসবুক পোস্ট করে জানান, আপাতত একটি সেনঘাঁটিতে ১২ জন মহিলা সৈনিকের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করছেন তিনি। তাঁর কথায়, “শত্রুপক্ষের হাতে আমাদের সম্মান ও মাতৃভূমি কোনওটাই তুলে দেব না।” প্রসঙ্গত ২৭ সেপ্টেম্বর থেকে জোর লড়াই শুরু হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে।