ব্রিগেডে লক্ষ দশ লাখ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 22 Second

বঙ্গ ভোটের আগে বিজেপি নেতাদের রাজ্যে আগমন যেমন একটি নিয়মাফিক ঘটনায় পরিনত হয়েছে , তেমনি দলে দলে হাড্ডাহাড্ডি লড়াই দেখার মত একটি ঘটনা হয়ে গেছে । দশ লাখের জন সমাবেশ হতে চলেছে বামেদের ব্রিগেডে , যদিও সকলের মুখে একটি প্রশ্ন বুদ্ধদেব বাবু কি আসতে পারবেন এই জনসমাবেশে ? কারণ কিছুদিন আগেই জীবন-মরণ সংকট থেকে রক্ষা পেয়েছেন তিনি। বাম সমর্থকদের মনে ব্রিগেডে আসার থেকেও বেশি উচ্চাকাঙ্ক্ষা রয়েছে বুদ্ধদেব বসুর দেওয়া বার্তা একবার সামনাসামনি শোনার জন্য।

যে মানুষটি দলকে এতদিন ধরে এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে এসেছেন, সেই মানুষটি যে নিজেই কতখানি আগ্রহী ব্রিগেডে যাওয়া নিয়ে তা আর বলবার অবকাশ রাখে না। তবে শরীর সঙ্গ না দিলে বিকল্প ব্যবস্থায় বেছে নেবেন তিনি , সম্ভবত ভার্চুয়ালী বক্তব্য রাখতে পারেন তিনি। কারণ বাম সমর্থকরা প্রত্যেকেই মানেন বুদ্ধদেব বসুর দেওয়া একটি বিবৃতি শক্ত করে দিতে পারে সমর্থকদের মনোবল। জানা যাচ্ছে কালকের জনসভায় থেকেই বাম কংগ্রেস জোটের সমাবেশ হতে চলেছে।

২০১৪ সালের ব্রিগেডে প্রায় ১৮ মিনিট বক্তব্য দিয়েছিলেন বুদ্ধদেব বসু। ২০১৯ সালে তাঁকে ব্রিগেডের মাঠে দেখতে পাওয়া গিয়েছিল অক্সিজেনের নাকে লাগিয়ে গাড়িতে বসেছিলেন তিনি, উঠতে পারেননি মঞ্চে ।২০২১ এর ব্রিগেডের মঞ্চের তাঁকে দেখতে পাওয়া যাবে কিনা সেই নিয়ে মুখিয়ে আছেন বাম সমর্থকরা। যদিও কালকে এই মঞ্চে উপস্থিত থাকবেন সীতারাম ইয়েচুরি, অধীর রঞ্জন চৌধুরী, নেতা আব্বাস সিদ্দিকী, এবং তেজস্বী জাদব প্রমুখ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভোটের আগে অন্য মেজাজে শুভেন্দু । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ ভোটের দামামা বেজে গিয়েছে। শুক্রবারই ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপর দিনই মেচেদায় একেবারে অন্য ভূমিকায় দেখা গেল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। শনিবার মেচেদার ইসকন মন্দিরে পুজো দিলেন তিনি। মন্দিরে পাগড়ি পরে কীর্তনও করেন।ভোট দিন ঘোষণার পর এই প্রথম অরাজনৈতিক মঞ্চে উপস্থিত হন শুভেন্দু। এদিন […]

Subscribe US Now

error: Content Protected