তৃণমূলের রাজ্যব্যাপী বিক্ষোভের পরেও মহানগরীতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি অব্যাহত। কলকাতায় আজ পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে, মহানগরীতে পেট্রোলের নয়া দাম হল ১০১ টাকা ৩৫ পয়সা। সেখানে ডিজেলের দাম লিটারপ্রতি ১৬ পয়সা কমে কলকাতায় ডিজেলের নয়া দাম হয়েছে ৯২ টাকা ৮১ পয়সা। সুতরাং আজ পেট্রোলের দাম বৃদ্ধি হলেও ডিজেলের দাম সামান্য কিছুটা কমেছে। তবে লাগাতার পেট্রোপণ্যের দাম বৃদ্ধির কারণে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ অব্যাহত।
ইতিমধ্যেই কিছুদিন আগেই সেঞ্চুরি পার করেছে মহানগরীর পেট্রোলের দাম। যদিও মহানগরীর আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছিল। তবে এইনিয়ে গত ১০ জুলাই রাজ্য তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের তত্ত্বাবধানে রাজ্যের বিভিন্ন প্রান্তে অবস্থান-বিক্ষোভ দেখানো হয়েছিল। মূলত পেট্রোপণ্য এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে স্বভাবতই চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। করোনাকালের কঠিন পরিস্থিতিতে মধ্যবিত্তের কাছে পরিত্যক্ত সাইকেলই হয়েছে শেষ ভরসা। কিছুদিন আগে আনলক ফেস ওয়ানের শুরুতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় বাস চালানোর নাড়াজ ছিলেন বাস সংগঠনের মালিকরা।
তাঁদের দাবি ভাড়া বৃদ্ধি না করা হলে, পুরনো ভাড়ায় পেট্রোপণ্যের এইরূপ বৃদ্ধিপ্রাপ্ত দামে বাস চালানো সম্ভব নয় তাঁদের পক্ষে । বিধানসভা নির্বাচন ২০২১ এর শেষ পর্ব থেকেই ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম । আন্তর্জাতিক বাজারে যেখানে পেট্রোপণ্যের দাম নিম্নগামী ,সেখানে ভারতের বিভিন্ন রাজ্যের পেট্রোপণ্যের দাম বৃদ্ধি ক্রমাগত অব্যাহত। প্রসঙ্গত উল্লেখ্য আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দামের পাশাপাশি কেন্দ্র এবং রাজ্য স্তরের করের পরিমাণ যোগ করেই দাম নির্ধারণ করা হয়ে থাকে।