ভোটের আগে অন্য মেজাজে শুভেন্দু । এম ভারত নিউজ

user
1 0
Read Time:2 Minute, 1 Second

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ ভোটের দামামা বেজে গিয়েছে। শুক্রবারই ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপর দিনই মেচেদায় একেবারে অন্য ভূমিকায় দেখা গেল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। শনিবার মেচেদার ইসকন মন্দিরে পুজো দিলেন তিনি। মন্দিরে পাগড়ি পরে কীর্তনও করেন।ভোট দিন ঘোষণার পর এই প্রথম অরাজনৈতিক মঞ্চে উপস্থিত হন শুভেন্দু। এদিন মন্দিরের পাশে থাকা একটি মঞ্চে ভক্তদের সঙ্গে করতালের ও কৃষ্ণনামে মেতে উঠেছিলেন বিজেপি নেতা।

এদিন শুভেন্দু বলেন, সারা বছর যে পড়াশুনা করে পরীক্ষার সময় তাকে চিন্তা করতে হয় না। বিধানসভা ভোট নিয়ে এমনই মন্তব্য করেন বিজেপি নেতা। শুভেন্দু আরও বলেন, এটা আমার আস্থার জায়গা সনাতনী ধর্মের জায়গা। ভগবান তাঁর সঙ্গেই আছেন বলে বিশ্বাস করেন তিনি।

কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এ রাজ্যে ৮ দফায় ভোট হওয়াকে নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে প্রসঙ্গে শুভেন্দু বলেন, রাজ্যে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তাতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি নন্দীগ্রামে সিপি আই এম কোনো প্রার্থী না দিয়ে প্রার্থী হতে চলেছে আব্বাস সিদ্দিকি। এ প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে তিনি কোন মন্তব্য করবেননা ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিজেপির ফ্লেক্স-ব্যানার ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বিজেপির ফ্লেক্স ও ব্যানার খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের ময়নার রাধাবল্লভচক এলাকায়। ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ আজ বিজেপির কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দলের তরফে রাধাবল্লভচক গজেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। সেই উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় বিজেপির ফ্লেক্স ও […]

You May Like

Subscribe US Now

error: Content Protected