বিজেপির সঙ্গে জোট গঠনে ইচ্ছুক পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এম ভারত নিউজ

admin
0 0
Read Time:3 Minute, 0 Second

এবার নিজের নতুন রাজনৈতিক দল গড়তে চলেছেন পাঞ্জাবের গদিচ্যুত প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। আগেই কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। এবার সাফ জানিয়ে দিলেন, নতুন দল গড়ে ২০২২-এর পঞ্জাব বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে জোট করতে চলেছেন তিনি। অর্থাৎ কংগ্রেসের হাত ছেড়ে এবার পদ্ম শিবিরের দিকেই ঝুঁকেছেন ক্যাপ্টেন। যদিও ক্যাপ্টেন বিজেপির সাথে জোট গঠনের ক্ষেত্রে শর্ত রেখেছেন, যদি কৃষক আন্দোলনের সমাধান হয়, এবং তা কৃষকদের স্বার্থে হয়, তবেই তিনি বিজেপির সঙ্গে আসন সমঝোতার বিষয়ে অগ্রসর হবেন।

কংগ্রেস শীর্ষ নেতৃত্ব তাঁকে মুখ্যমন্ত্রীর গদি থেকে অপসারণ করার পরেই অমরেন্দ্র দিল্লিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন। যদিও তখন এই সাক্ষাতের কথা অস্বীকার করেছিলেন অমরেন্দ্র। কিন্তু পরবর্তীকালে এই বৈঠক প্রসঙ্গে অমরেন্দ্রর ঘনিষ্ঠ শিবির থেকে জানানো হয়, অমিত শাহের সঙ্গে তাঁর কৃষক আন্দোলন ও কৃষকদের স্বার্থ নিয়ে কথা হয়েছে। বিজেপি চাইছে অমরেন্দ্র কৃষকদের সঙ্গে কথা বলে সমঝোতার মাধ্যমে আন্দোলনে ইতি টানার চেষ্টা করুন। যদিও অমরেন্দ্র এখনও আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস থেকে পদত্যাগ করেননি। কিন্তু বুধবার অর্থাৎ আজ অমরেন্দ্র জানিয়েছেন, “খুব শীঘ্রই আমি নিজের রাজনৈতিক দল গড়ব।” রাজনৈতিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ, তিন কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে পাঞ্জাবে বিজেপির জনপ্রিয়তা এখন তলানিতে। এই কৃষি আইনকে কেন্দ্র করে পাঞ্জাবে গেরুয়া শিবিরের অন্দরেও তৈরি হয়েছে ক্ষোভ, দল ছেড়েছেন অনেকেই। অপরদিকে পাঞ্জাবে অমরেন্দ্রর জনপ্রিয়তা ঈর্ষণীয়। সেক্ষেত্রে অমরেন্দ্রকে সামনে রেখে পাঞ্জাবে ফের নিজের হারানো জমি ফেরাতে মরিয়া বিজেপি। কিন্তু অমরেন্দ্র এখনই বিজেপির সঙ্গে হাত মেলালে তাঁর ক্ষতিই হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দিনভর নিম্নচাপ, মহানগরী মজেছে ধনদেবীর আরাধনায়। এম ভারত নিউজ

কিছুদিন আগেই মহামায়াকে বিদায় জানিয়েছে বাঙালি। এখনও কাটেনি বিজয়া দশমীর রেশ। কিন্তু দেবীপক্ষ শেষ হতেই গোটা রাজ্য মেতে উঠেছে ধনদেবীর আরাধনায়। আজ কোজাগরী লক্ষ্মীপুজো। হিন্দু শাস্ত্র মতে, কোজাগরী শব্দের অর্থ কে জেগে আছে। মনে করা হয়, যারা আজ সন্ধ্যেবেলায় লক্ষ্মীদেবীর আরাধনা করে সারারাত জেগে থাকবেন তারাই দেবীর কৃপা লাভ করবেন, […]

Subscribe US Now

error: Content Protected