কোটি টাকার দুর্নীতির অভিযোগ দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে । এম ভারত নিউজ

user
1 0
Read Time:4 Minute, 5 Second

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর : শিক্ষা প্রতিষ্ঠানে বড়সড় আর্থিক দুর্নীতিতে জড়ালো বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর নাম। কাঁথি দেশপ্রাণ মহা বিদ্যালয়ের অধক্ষ্য সুবিকাশ জানা ও কলেজ পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে উঠলো কোটি কোটি টাকার দূনীতির অভিযোগ। এই প্রতিবাদে মঙ্গলবার সকালে অধক্ষ্য সুবিকাশ জানার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা। অবিলম্বে সমস্ত টাকা ফেরফ দিতে হবে, এই দাবীতে অধ্যক্ষের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে বসে পড়ে শতাধিক ছাত্রছাত্রী।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে যায় গোটা পূর্ব মেদিনীপুর জেলায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় কাঁথি থানার পুলিশ। এদিন মুখ্যমন্ত্রী, শিক্ষা মন্ত্রী, জেলাশাসক,মহাকুমা শাসক, বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য, এবং কাঁথি তিন নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত ভাবে অভিযোগ জানানো হয় তৃনমুল ছাত্র পরিষদের তরফে। রাজ্য তৃনমূল ছাত্র পরিষদের সদস্য ও কাঁথি দেশপ্রান কলেজের প্রাক্তন ইউনিট সভাপতি আবেদ আলি খান বলেন ” কাঁথি দেশপ্রাণ কলেজের অধক্ষ্য সুবিকাশ জানা একাধিক দুর্নীতির সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত। সমন্ত কলেজের অতিথি অধ্যাপকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘পার্মানেন্ট স্টেট এডেড কলেজ টিচার’ নিয়োগ করেছেন । কিন্তু দেশপ্রাণ কলেজের অধক্ষ্য নিয়োগের জন্য লক্ষ লক্ষ টাকা নিয়েছেন অধ্যাপকদের কাছ থেকে। প্রায় এক কোটি টাকার দুর্নীতির অভিযোগ তাঁর নামে। এছাড়াও কলেজের বিল্ডিং সংক্রান্ত টেন্ডারেও বিশাল অঙ্কের দুর্নীতি করেছেন তিনি। নিম্নমানের সিমেন্ট এবং নানা রকমের সামগ্রি দিয়ে নির্মান করেছেন।” আবেদ আলি খান আরও বলেন “অবিলম্বে সমস্ত টাকা ফেরত দিতে হবে। পুরো ঘটনাটিতে তৎকালীন কলেজ পরিচালনা কমিটির সভাপতি দিব্যেন্দু অধিকারী যুক্ত রয়েছেন। উনি এই দায় এড়াতে পারেন না।”

পূর্ব মেদিনীপুর জেলার তৃনমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শেখ সাজিদ বলেন ” শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাজ শিক্ষা দেওয়া। ওই শিক্ষা প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা দুর্নীতি করছেন কর্মকর্তারা। অধ্যপকদের চাকুরি দেওয়া ও কলেজের উন্নয়ন খাতে আসা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এর উপযুক্ত ব্যবস্থা চাই।” যদিও এই ব্যাপারে এখনও কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি দিব্যেন্দু অধিকারী এবং সুবিকাশ জানার কাছ থেকে। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাংলার খেলার মাঠ থেকে অলিম্পিকের মঞ্চে প্রণতি । এম ভারত নিউজ

বাংলার খেলার মাঠ থেকে এবার অলিম্পিকের মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন মেদিনীপুরের জিমন্যাস্ট প্রণতি নায়েক। আর এই খবর সামনে আসার পর থেকেই গোটা রাজ্য জুড়ে খুশির খবর ছড়িয়ে পড়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার এক গ্রামে বাড়ি প্রণতি নায়েকের। প্রণতি হলেন ভারতের দ্বিতীয় মহিলা জিমন্যাস্ট , ফযে নিজের দেশকে অলিম্পিকের ময়দানে […]

Subscribe US Now

error: Content Protected