দীঘার রিভিউ মিটিং-এ কি বললেন মমতা, জেনে নিন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 37 Second

আজ দীঘায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।তাছাড়া উপস্থিত রয়েছেন দীঘার সংশ্লিষ্ট জেলা আধিকারিক সহ ব্লক ডেভলপমেন্ট অফিসার এবং প্রশাসনিক মহলের ভারপ্রাপ্ত আধিকারিকরা। পাশাপাশি সমস্ত বিভাগীয় প্রধানদের একটি রিপোর্ট তৈরির নির্দেশ দেয় মুখ্যমন্ত্রী । এই রিপোর্টে মূলত দিঘার ক্ষয় ক্ষতির পাশাপাশি দীঘাকে পুনরায় পূর্ব পরিস্থিতিতে ফিরিয়ে আনতে যে বিপুল অর্থের প্রয়োজন তার তথ্য চাওয়া হয়েছে।

পাশাপাশি জানা যায় আজকের বৈঠকে, “দুয়ারে ত্রাণ” কর্মসূচিকে সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। দীঘা উপকূলবর্তী মানুষের দীর্ঘ মেয়াদী চাহিদার ব্যাপারেও কথা বলেন তিনি। তিনি জানান প্রতিবার দীঘা এবং সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষেরা বাঁধ জনিত সংকটে ভোগেন । সেক্ষেত্রে একটি স্থায়ী সমাধানের কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ম্যানগ্রোভ একটি বড় ভূমিকা পালন করেছে এই ধরনের বিপর্যয় এড়াতে। সেক্ষেত্রে দিঘাতে আগামী দিনে এই রূপ বিপর্যয় এড়াতে রাজ্যের বন বিভাগের তরফ থেকে এই জাতীয় কোন প্রকল্প গ্রহণ করা সম্ভব কি-না সে বিষয়টি খতিয়ে দেখবেন তিনি। তাছাড়াও এক ধরনের ঘাসের উল্লেখ করেন যা কেবলমাত্র নদীর ভাঙ্গন রক্ষার কাজে ব্যবহার করা হয়। এর ফলে আগামী দিনে গঙ্গার ভাঙন রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন তিনি। শুধু তাই নয় সমস্ত আধিকারিকদের আগামী দিনে দ্রুততার সঙ্গে সমস্ত সার্ভে সম্পন্ন করে দুয়ারে ত্রাণ কর্মসূচির ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করার নির্দেশ দেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

প্রধানমন্ত্রীর মিটিংয়ে যোগ না দিয়ে আলাদা করে রিপোর্ট জমা মুখ্যমন্ত্রীর । এম ভারত নিউজ

বর্তমানে বাংলা এবং উড়িষ্যায় ঘূর্ণিঝড় ইয়াস তাণ্ডবলীলা চালানোর পর পূর্বঘোষণা মত আজ সর্বপ্রথম উড়িষ্যার বালাসরে যান প্রধানমন্ত্রী। সেখানেই উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে আলোচনা সেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ক্ষয়ক্ষতি বিবেচনা করে, পশ্চিমবঙ্গের কলাইকুন্ডায়, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য দলীয় আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিংয়ের কথা ছিল প্রধানমন্ত্রীর। প্রসঙ্গত উল্লেখ্য সময় মত সেখানে উপস্থিত […]

Subscribe US Now

error: Content Protected