বাংলার খেলার মাঠ থেকে অলিম্পিকের মঞ্চে প্রণতি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 31 Second

বাংলার খেলার মাঠ থেকে এবার অলিম্পিকের মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন মেদিনীপুরের জিমন্যাস্ট প্রণতি নায়েক। আর এই খবর সামনে আসার পর থেকেই গোটা রাজ্য জুড়ে খুশির খবর ছড়িয়ে পড়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার এক গ্রামে বাড়ি প্রণতি নায়েকের। প্রণতি হলেন ভারতের দ্বিতীয় মহিলা জিমন্যাস্ট , ফযে নিজের দেশকে অলিম্পিকের ময়দানে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য , এর আগে দীপা কর্মকার নামে এক মহিলা জিমন্যাস্ট ভারতকে অলিম্পিকে প্রতিনিধিত্ব করার সুযোগ পায় আর তারপরেই দ্বিতীয়বার এই সুযোগের অধিকারী হলেন প্রণতি।

বিশ্বের প্রায় প্রতিটি দেশই করোনা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে।এমন পরিস্থিতিতে চীনে ২৯ মে থেকে অনুষ্টিত হতে চলা সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ কোভিডের কারণে বাতিল হয়ে যায়। মূলত বর্তমানে ভারতের করোনা সংক্রমনের জেরে বিশ্বের বেশ কয়েকটি দেশ ভারতের সঙ্গে বিমান বাতিল করেছে ।ফলত প্রণতি কন্টিনেন্টাল কোটা থেকে অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। প্রণতি অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জনের পর থেকেই তাঁর বাড়িতে এক খুশি আমেজ তৈরি হয়েছে, একদিকে যেমন প্রণতির বাবা বাড়ির সকল আত্মীয় স্বজনদের এই সুসংবাদ দিতে ব্যস্ত, অন্যদিকে তার মা ব্যস্ত মেয়ে দেশে ফিরলে তাকে কি কি রান্না করে খাওয়াবেন তাই নিয়ে। ২০১৯ সালে এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে, একটি বল্ড ডিসিপ্লিন ইভেন্টে ব্রোঞ্জ জয় করেন তিনি এবং তারপর থেকেই কলকাতায় নিজের অনুশীলন জারি রেখেছে প্রণতি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা আক্রান্ত সলমান খানের দুই বোন । এম ভারত নিউজ

করোনার দ্বিতীয় ধাপের ভয়াবহ থাবা এবার এসে পড়ল বলিউডের দাবাং সালমান খানের পরিবারেও, আক্রান্ত হয়েছেন সালমানের দুই বোন। সাক্ষাৎকারে সালমান জানিয়েছেন তাঁর দুই বোন অর্পিতা এবং আলভিরা কোভিড পজিটিভ। সালমানের জানান প্রথমে গত এক মাস আগে তাঁর বোন অর্পিতা করোনায় আক্রান্ত হন ,এমনকি তাঁর ছোট্ট শিশু রেহাই পায়নি এই সংক্রমনের […]

Subscribe US Now

error: Content Protected