রাজনৈতিক ফল প্রকাশের পরেই উত্তপ্ত বাংলা, মৃত্যু হল দু’জনের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 48 Second

রাজনৈতিক ফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত গোটা পশ্চিমবঙ্গ। একের পর এক বিক্ষোভ এবং অশান্তির খবর উঠে আসছে কাল রাত থেকেই। গতকাল এক ঐতিহাসিক নির্বাচনের ফল প্রকাশ হয়েছে , রাজ্যে ফের তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস,তবে সবথেকে অবাক করার বিষয়টি হল, নন্দীগ্রাম যাকে নিজের আরেকটি ঘর বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নন্দীগ্রাম কেন্দ্রেই কাল বিরোধীদলের শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হতে হয়েছে তাঁকে। আর তারপর থেকেই পূর্ব আশঙ্কা মত রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে সংঘর্ষের খবর সামনে আসতে থাকে।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল রাতে মেদিনীপুরের হলদিয়ায় মঞ্জুশ্রী মোড়ে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা করার খবর উঠে আসার পরই, বিজেপির তরফ থেকে এই ঘটনার জন্য সম্পূর্ণ অভিযোগ জানানো হয় তৃণমূলের বিরুদ্ধে।ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল সমগ্র এলাকায়, এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী,পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। ওদিকে সেরকমই একটি ঘটনা দেখতে পাওয়া গেল কাকুরগাছিতে। গতকাল রাত্রে কাঁকুড়গাছি শীতলাতলা লেন এলাকায় অভিজিৎ সরকার নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয়। ঘটনা সুত্রে জানতে পারা কাছে তিরিশ বছর বয়সী এই বিজেপি কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে অত্যধিক মারধর করে হত্যা করা হয়েছে।ইতিমধ্যে বিজেপির তরফ থেকে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে তৃণমূলকে এবং এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নেমেছে পুলিশ।

এরকমই নানান রকম বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ইতিমধ্যেই সোনারপুর দক্ষিণ ,হাবরা এবং সুকান্তনগরের মতো বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে এসেছে। এখনও পর্যন্ত জানা গেছে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রতাপনগরে বিজেপির পতাকা ছেঁড়ার প্রতিবাদ করায় কয়েকজন মিলে মারধর করেন হারান অধিকারী নামে এক বিজেপি কর্মীকে। এবং পরবর্তীতে তাঁকে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। যদিও রাজ্যে বিধানসভা নির্বাচন চলাকালীন বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত অশান্তির ঘটনার পর্যালোচনা করে বিশেষজ্ঞ মহলের তরফ থেকে রায় দেওয়া হয়েছিল, আগামীতে নির্বাচনী ফলাফল সামনে আসার পরও বাংলার অবস্থা আরও বেশী উত্তপ্ত হতে চলেছে এবং আজ সেই কথারই বাস্তবায়ন হতে দেখেছে বাংলার মানুষ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কোভিড পরিস্থিতি সামাল দিতে নয়া নির্দেশিকা জারি সুপ্রিম কোর্টের । এম ভারত নিউজ

বর্তমানে করোনার এই কঠিন পরিস্থিতিতে পড়ে হাসপাতালগুলির জন্য নয়া নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয় গতকাল এই নির্দেশনা জানানো হয়েছে দেশের বর্তমান পরিস্থিতিতে, যদি কোন ব্যক্তির পরিচয়পত্র অথবা বাসস্থানের শংসাপত্র হীন অবস্থায় হাসপাতালে আসেন ,তাহলে তাঁকে জরুরি বিভাগে ভর্তি নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে, তাছাড়াও দিতে হবে আপৎকালীন ঔষধপত্র। […]

You May Like

Subscribe US Now

error: Content Protected