পুরুলিয়ায় জয়পুরের সভা থেকে সরাসরি শাসক দলের বিরুদ্ধে আদিবাসীদের ওপর নির্যাতনের অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারের জনসভা থেকে কুরমি, বাউড়িদের ওপর তৃণমূলের নির্যাতনের অভিযোগ করেন তিনি। এরপরই পুরুলিয়ায় তৃণমূলকে ৯-০ করার ডাক দেন বিজেপি নেতা। এদিনের সভা বানচালের অভিযোগও তোলেন শুভেন্দু। উল্লেখ্য, বুধবার রাতে ওই মঞ্চে তৃণমূলের বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
শুধু তাই নয়, এদিন সভামঞ্চে আসার সময় তাঁর গাড়ি দুর্ঘটনা করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। গত ১৯ জানুয়ারি পুরুলিয়ায় সভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তার পাল্টা সভায় এসে শুভেন্দু হুঁশিয়ারি, তিনি রাজনীতির ময়দানে পুরোনো প্লেয়ার। শুধু পতাকার রং বদল হয়েছে। যেভাবেই তাঁকে আটকানোর চেষ্টা করা হোক না কেন, দমানো যাবে না।
তাঁর অভিযোগ, রাজ্যকে দেউলিয়া করে দিয়েছে তৃণমূল। তাই পরিবর্তনের পরিবর্তন করতে হবে। বাংলাকে মোদী সরকারের হাতে তুলে দিতে হবে। কেবল মাত্র দক্ষিণ কলকাতার উন্নয়ন করেছে বলেও এদিনের সভা থেকে অভিযোগ তোলেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু বলেন, যেখানে যে দলবদল করছে সেখানে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার কথা বলছেন মমতা। নন্দীগ্রামের পর এবার হাওড়া, উত্তরপাড়াতেও প্রার্থী হওয়ার কথা বলবেন তিনি। বিজেপি নেতা এও বলেন, নন্দীগ্রামে মমতাকে হারাতে নির্যাতিতা রমনী রাধারানী আড়িই যথেষ্ট। উল্লেখ্য, নন্দীগ্রাম আন্দোলনের সময় এই রাধারানী আড়ির ওপরই পাশবিক নির্যাতনের অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে।