আশার আলো, দেশে কমছে করোনা রোগীর সংখ্যা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 56 Second

দেশে করোনা মোকাবিলায় বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন রাজ্যগুলিতে চলছে লকডাউন-কার্ফু। এই কঠোর বিধিনিষেধের ফলও অবশ্য মিলছে হাতেনাতেই। কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে দেশে দৈনিক আক্রান্তের চেয়ে বেশ অনেকটাই বেড়েছে সুস্থতার হার। কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। শনিবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন। সুস্থ হয়েছেন ৩লক্ষ ৫৭ হাজার ৬৩০ জন। মৃত্যের সংখ্যাও কিছুটা কমেছে গতকাল্রর তুলনায়। বৃহস্পতিবার যেখানে ৪২০৯ জন মারা গিয়েছিলেন, সেখানে শুক্রবার মারা গিয়েছেন ৪১৯৪ জন। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ১৯ কোটি ৩৩ লক্ষেরও বেশি মানুষ। 
যদিও রাজ্যের করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছেনা। রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯হাজার ৮৪৭জন। সুস্থ হয়েছেন ১৯হাজার ১৭জন। মৃত্যু হয়েছে ১৫৯ জনের। তবে এই পরিস্থিতিতে করোনার নতুন স্ট্রনের পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসও। প্রসঙ্গত, আজই প্রথম ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু দেখল রাজ্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভয়াবহ দুর্ঘটনা হলদিয়ায়, মৃত ১ । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর : শনিবার সাত সকালে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়ার দুর্গাচক থানার গিরিশ মোড় এলাকায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম জয়ন্ত মান্না(৫৭)। স্থানীয় সূত্রে খবর ওই ব্যক্তির একটি ওষুধ দোকান ছিল এলাকায়। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ […]

Subscribe US Now

error: Content Protected