দক্ষিণ কোরিয়া বিজ্ঞানীদের সকল প্রচেষ্টাই তৈরি হলো নকল সূর্য ,স্থায়িত্ব ছিল কুড়ি সেকেন্ড। প্রায় ১০ কোটি ডিগ্রী সেলসিয়াস ছিল, এর তাপমাত্রা স্থায়িত্ব ছিল কুড়ি সেকেন্ড ,তৈরি হয়েছে ওয়ার্ল্ড রেকর্ড। আসুন সূর্যের কেন্দ্রের তাপমাত্রা ১ কোটি ৫০ লক্ষ ডিগ্রি সেলসিয়াস।

এই প্রকারের ফিউশন দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবার নয় , এর আগেও এই একই প্রকারের ফিউশন করতে সক্ষম হয়েছিলেন সাউথ কোরিয়ান সায়েন্টিস্টরা। তবে এর আগে এতক্ষণ স্থায়িত্ব সম্ভব হয়নি কোনো বার ‘১০ সেকেন্ড’ , কোনো বার ‘দেড় সেকেন্ড’। ২০০৮ সালে প্রথমবার সক্ষম হয়েছিলেন, এরপর ২০১৮ তে। এই বছরের শুরুর দিকেই চীন তৈরি করতে পেরেছিল একইরকম কৃত্রিম সূর্য তার উষ্ণতা ছিল ১৫ কোটি ডিগ্রি সেলসিয়াস এবং স্থায়িত্ব ছিল ১০ সেকেন্ড। বিজ্ঞানীরা জানিয়েছেন, পরবর্তীকালে নিউক্লিয়ার ফিউশন এ সহায়তা করবে এই প্রক্রিয়া।