ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহীর। জানা যায় আজ সকালে দ্বিতীয় হুগলি সেতুতে মারাত্মক পথদুর্ঘটনায় সাক্ষী হয় সাধারণ মানুষ । প্রত্যক্ষদর্শী তরফ থেকে পাওয়া তথ্য অনুসারে, জানতে পারা গেছে, আজ সকালে ১০:১৫ নাগাদ দ্বিতীয় হুগলি সেতুতে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে দাবি, কলকাতাগামী লেনে, কাজীপাড়া বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায় ওই সময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি বাস এসে ধাক্কা মারে বাইকটিকে। মূলত গাড়ির গতিবেগ বেশি থাকার কারণে তীব্র ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান ১ বাইক আরোহী । জানা যাচ্ছে ওই বাইকে উপস্থিত থাকা আরও একজন বাইক আরোহীকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে । তার অবস্থাও বেশ আশঙ্কাজনক। এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন হেস্টিংস থানার পুলিশ ও মন্দিরতলা ট্র্যাফিক গার্ডের কর্মীরা।

মূলত অফিসটাইম হওয়ার কারণে ওই সময় রাস্তায় যানজট তৈরি হতে শুরু করে। এই ঘটনার জন্য তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পুলিশের উপস্থিতিতে গোটা এলাকা থেকে যানজট মুক্ত করা হয়। ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। বর্তমানে গোটা এলাকা পুলিশি তত্ত্বাবধানে রাখা হয়েছে।