নির্বাচনে পাকা খেলোয়াড়দের মাঠে নামাবে বিজেপি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 38 Second

বঙ্গ সফরে এসে বাংলা দখলের ডাক দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর সেই স্বপ্ন পূরণের জন্য নির্বাচনের আগে দফায় দফায় বৈঠক করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার হেস্টিংসে বিজেপির সাংগঠনিক বৈঠকে বসে রাজ্য নেতৃত্ব। এদিন বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ২০২১-এ বাংলা দখলে পাকা খেলোয়াড়দেরই মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এদিনের সাংগঠনিক কর্মসূচিতে হাজির ছিলেন রাজ্যের তাবড় নেতা ছাড়াও দলের ৩ পর্যবেক্ষক ও কেন্দ্রের একাধিক নেতা। বৈঠকে যেমন ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়, অনুপম হাজরা। তেমনই ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সুনীল দেওধর, অমিত মালব্য, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন প্রমুখরা।

এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অন্যান্য রাজ্যে যাঁরা সাফল্য এনে দিয়েছে দলকে, তাঁরাই এরাজ্যের বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়োজিত হবেন।
এছাড়াও মঙ্গলবারের বৈঠকে ডিসেম্বর পর্যন্ত দলের কর্মসূচির পরিকল্পনাও ঠিক করা হয়। বিজেপি সূত্রে খবর, নভেম্বরের শেষে ফের রাজ্যে আসতে পারেন অমিত শাহ। এদিনের বৈঠকে কার্যত বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করে তা থরেথরে সাজানো হয়েছে। একইসঙ্গে গোটা রাজ্যকে ৫ ভাগে ভাগ করে সংগঠনের হালচাল জানার দায়িত্ব দেওয়া হয়েছে দলের ৫ দুঁদে ভোট কৌশলীকে। এদিনের বৈঠকে উত্তরবঙ্গ, নবদ্বীপ, রাঢ়বঙ্গ, মেদিনীপুর ও কলকাতা, এই ৫টি জোনে ভাগ করা হয়েছে রাজ্যকে। এদিন বৈঠক শেষে দিলীপ ঘোষ বলেন, ‘ বিভিন্ন মোর্চা, বিভিন্ন স্তরে আন্দোলন কোথায় কী কাজ হবে তার একটা সূচি তৈরি হয়েছে এদিনের বৈঠকে। পাশাপাশি ডিসেম্বর পর্যন্ত কোথায় কী আন্দোলন হবে তারও একটি তালিকা তৈরি করা হয়েছে’।

বিজেপি সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ 18 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত নিজেদের জোনে গিয়ে সেখানকার নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন জোনের দায়িত্বে থাকা নেতারা। দলের সাংগঠনিক হাল নিয়ে আলোচনা করবেন জেলা সভাপতি, পর্যবেক্ষক ও জেলা কমিটির সদস্যদের সঙ্গে। বৈঠক শেষে সেই রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে। সূত্রের খবর, সেই রিপোর্টের ওপর নির্ভর করে নভেম্বরের শেষে ফের একবার পশ্চিমবঙ্গে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

গরুপাচারকাণ্ডে গ্রেফতার বিএসএফ আধিকারিক সতীশ কুমার । এম ভারত নিউজ

গরুপাচারকাণ্ডে গ্রেফতার করা হল বিএসএফ আধিকারিক সতীশ কুমারকে। মঙ্গলবার কলকাতার নিজাম প্যালেসে দফায় দফায় জেরার পর বিকেলে তাঁকে গ্রেফতার করেন আধিকারিকরা। দীর্ঘ ৭ ঘণ্টার প্রশ্নোত্তর পর্ব চলাকালীন তিনি একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন বলে সিবিআই সূত্রে খবর। তদন্তে সহযোগিতা না করার জন্য তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা […]

Subscribe US Now

error: Content Protected