Read Time:56 Second
চিৎপুরের নয়াপট্টিতে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার দুপুর একটা নাগাদ আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 15 টি ইঞ্জিন। এদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা ওই প্লাস্টিক কারখানায় আগুনের ফুলকি দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় কর্মীদের। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, কারখানায় মজুত করে রাখা রাসায়নিক থেকেই আগুন লেগেছে। খতিয়ে দেখা হচ্ছে কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থাও।
