ব্ল্যাক ফাঙ্গাসের থাবা এবার বাঁকুড়াতে । করোনাকালে নাজেহাল রাজ্যে, এবার আরও বড় চিন্তার ভাঁজ কপালে ফেলতে হাজির ব্ল্যাক ফাঙ্গাস। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বাঁকুড়ার দুই ব্যক্তির শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ লক্ষ্য করা গেছে, এবং এই একই উপসর্গ পাওয়া গেছে আসানসোলের এক মহিলার শরীরেও। প্রত্যেকেই করোনা আক্রান্ত হয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য করোনার চিকিৎসা সম্পন্ন হলে তাঁদের নিয়ে আসা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রত্যেকের শরীরে ব্ল্যাক সংঘর্ষের উপসর্গ বর্তমান ছিল। তবে শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর এই বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকেরা।
বর্তমানে বাঁকুড়া সম্মেলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত এক রোগীর বাড়ির লোক জানান, তীব্র মাথা যন্ত্রণা নিয়ে ভুগছিলেন তাদাদাঁর দাদা ।মূলত প্রথমেই করোনা আক্রান্ত হয়েছিলেন তার দাদা। তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরে এলে মাথা যন্ত্রণার সমস্যা থাকায়, তাঁকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়ার এই হাসপাতালে। সেখানেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারা যায় ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়েছেন তিনি। ইতিমধ্যেই তিনজনের মধ্যে দুজনের পরীক্ষার রিপোর্ট হাতে এসেছে বলে জানিয়েছেন ডাক্তার পার্থপ্রতিম প্রধান। ইতিমধ্যেই প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।