বছরের শুরুতেই ঘটে গেল বড়সড় রেল দুর্ঘটনা । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 13 Second

বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ ময়নাগুড়িতে লাইনচ্যুত হয়ে বড় দুর্ঘটনার কবলে পড়ে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস।
পটনা থেকে গুয়াহাটিগামী ওই ট্রেনটি এদিন বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনায় পড়ে। ট্রেনটির ৪-৫টি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে। তার জেরে হতাহতের সংখ‍্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এখনো কত জনের মৃত‍্যু হয়েছে বা চাপা।পড়ে আছে তার সঠিক হিসাব পাওয়া যায় নি। দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার ছিল বলে প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছে। এর ফলে বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা রয়ে গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে ঘটনাস্থলে পৌঁছয় একটি উদ্ধারকারী দল।
ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়ে গিয়েছে। রেল আধিকারিক সূত্রে খবর পাওয়া যায় সন্ধ্যা নেমে আসায় ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য।
রেল আধিকারিকের তরফে জানানো হয়েছে, দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন উদ্ধার কর্মী সহ সাধারণ মানুষও। কিন্তু অন্ধকার নেমে আসায় উদ্ধারকাজ চালাতে গিয়ে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছে উদ্ধারকারীরা।
এর মধ‍্যে প্রায় ৫১টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে।এবং জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকেই ৩০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। জেলা প্রশাসনের তরফে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি চিকিৎসক নার্সদেরও প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

টিকাকরণের পর ছাত্রের মৃত‍্যু, চাঞ্চল্য এলাকায় । এম ভারত নিউজ

কিছুদিন আগে থেকেই ১৫-১৮বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে। এরপরই শোনা যাচ্ছে করোনার টিকা নেওয়ার পর অসুস্থ হয়েছে এক ছাত্র। টিকা নেওয়ার পর ছাত্রটি অসুস্থ হলে বেশ কিছুদিন চিকিৎসা করনোর পর শুক্রবার সকালে হঠাৎ ছাত্রের মৃত্যু হয় । এখন ছাত্রের পরিবারের তরফে জানানো হয়েছে টিকা নেওয়া জন্য মৃত্যু হয়েছে ঐ ছাত্রের। […]

Subscribe US Now

error: Content Protected