অনলাইনেই হবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক, ঘোষণা বিশ্বভারতীর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 55 Second

রাজ্য সরকারের তরফ থেকে বাতিল করা হলেও বিশ্বভারতীতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের পরিক্ষা। ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে পরীক্ষা হবে অনলাইনে। বিশ্বভারতী তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ এবং জুম কলের মাধ্যমে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মৌখিক পরীক্ষা নেওয়া হবে পি ডিগ্রির জন্য। পরীক্ষা শুরু হবে আগামী ৫ ই জুলাই থেকে।

উল্লেখ্য কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বাতিল করা হলেও বিশ্বভারতীতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার জন্য ইমেইলের মাধ্যমে আবেদন জানিয়েছিল ছাত্র-ছাত্রীদের একাংশ। যদিও ইতিমধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে সেই আবেদন খারিজ করে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার ঘোষণা করা হয়েছে। কিছুদিন আগেই রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া এই সিদ্ধান্তে বেশ কিছুটা খুশি হয়েছিলেন একাংশ ছাত্র-ছাত্রী এবং তাঁদের অভিভাবকেরা । তবে জীবনের প্রথম বোর্ড পরীক্ষা না দিতে পারায় মানসিকভাবে অবসাদগ্রস্থ হয়েছেন বহু ছাত্র-ছাত্রী। ইতিমধ্যেই অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে এক মেধাবী ছাত্রী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কেন্দ্রের তথ্য প্রযুক্তি আইন মেনে নিল ট্যুইটার । এম ভারত নিউজ

কেন্দ্রের নতুন তথ্য প্রযুক্তি আইনের কাছে মাথা নোয়াতে বাধ্য হল ট্যুইটার। এদিন চিঠি দিয়ে তারা জানিয়ে দিল যে এই আইন মেনে সমস্ত পদক্ষেপ নিতেই রাজি তারা। মেনে চলা হবে কেন্দ্রের সমস্ত গাইডলাইনও। আগামী কয়েকদিনের মধ্যেই এই আইন অনুযায়ী ভারতে নতুন আধিকারিকদের নিয়োগ শুরু করবে ট্যুইটার। ইতিমধ্যেই এদেশে নোডাল অফিসার এবং […]

Subscribe US Now

error: Content Protected