২৫ এপ্রিল করোনা বিধি মেনেই অনুষ্ঠিত হবে অস্কার । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 45 Second

চলতি বছরের মার্চ মাসেই অস্কারের মনোনয়ন পত্র ঘোষিত হয়েছে| করোনা পরিস্থিতির জন্যই রয়েছে বাড়তি সতর্কতা | প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনস দুজনে মিলে ৯৩ তম অস্কার পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছিল| তার ঠিক একমাস পর অ্যাকাডেমি আওয়ার্ডের তিন প্রযোজক জানিয়ে দেন, করোনা বিধি মেনেই এবারের অস্কার অনুষ্ঠান হবে| ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবে তারকাদের হাট, অস্কার অনুষ্ঠানে সামিল হবে হলিউড ছবি প্রেমীরা| মাত্র ছয় দিনের অপেক্ষা, তারপরেই চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে| যদিও করোনায় পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার কারণে এতদিন দোটানার মধ্যে ছিল অস্কার অনুষ্ঠান, কিন্তু শেষমেশ ২৫ এপ্রিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হল|

কোভিড পরিস্থিতি মাথায় রেখেই মঞ্চের জৌলুস কমানো হবে, যদিও ভার্চুয়াল অনুষ্ঠান বাতিল করে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠানটি হবে|কোভিড স্বাস্থ্যবিধি মেনেই এই আয়োজন করা হচ্ছে, স্বাস্থ্য কাঠামোর তদারকির জন্য থাকবে সুরক্ষা টিম| উপস্থিত প্রত্যেক তারকার করোনা পরীক্ষা করা হবে, তবেই ঢুকতে দেওয়া হবে|পুরস্কার গ্রহণের সময় তারকা এবং পুরস্কারটি যিনি দিচ্ছেন প্রত্যেকের মুখেই মাস্ক থাকা বাধ্যতামূলক| লাল কার্পেটে তারকাদের হেঁটে যাওয়ার সময় ভিড় করতে পারবেন না কেউই | অর্থাৎ যারা ওই অস্কার অনুষ্ঠানে অংশ নেবেন তাদের প্রত্যেককেই করোনা বিধি মানতে হবে এমনকি ১০ দিনের জন্য হোম কোয়ারেন্টাইন থাকতে হবে| আর যেসব তারকা আমেরিকার বাইরে থাকেন, যেমন- এমেরাল্ড ফেনেল,ক্যারে মুলিগান এবং রিয়াজ আহমেদ তাঁদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হচ্ছে| সুতরাং, কোভিড থেকে বাঁচতে নানা স্বাস্থ্যবিধি আরোপ করা হয়েছে|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভয়াবহ করোনা পরিস্থিতিতেও মোদীর সভা কমছে না রাজ্যে । এম ভারত নিউজ

দেশজুড়ে করোনা বাড়ছে, রাজ্যে এখনও তিন দফার ভোট বাকি| করোনা পরিস্থিতি মাথায় রেখে বামেরা বড় জমায়েত বন্ধ রেখেছে। কংগ্রেস নেতা রাহুল গাঁধী রাজ্যের সব সফর বাতিল করেছেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, কলকাতায় আর কোনও বড় সভা বা কর্মসূচি করবেন না। সর্বত্র বক্তৃতাও হবে ছোট। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত […]

Subscribe US Now

error: Content Protected