বিধানসভা ভোট এগিয়ে আসার সাথে সাথেই তৃণমূল বিরোধী আবহাওয়া প্রখর হয়ে উঠছে। একে একে দলবদলের রং গায়ে মাখছেন তৃণমূলের নানান সাংসদরা । সাংসদ থেকে বিধায়ক একে একে প্রত্যেকেই বেসুরো গান গাইছেন, কেউ কেউ বলছেন তৃণমূল প্রাইভেট কোম্পানি হয়ে গেছে , সেখানে থাকতে গেলে কর্মচারী মত থাকতে হবে, দল কর্মী হিসেবে নয়।

কিছুদিন আগেই আমরা দেখেছি , দলের প্রতি ক্ষুব্ধ হয়ে দলবদল করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি আহ্বান জানিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে। তাই গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিজ বাসভবনে রাজীব বন্দ্যোপাধ্যায় ,বৈশালী ডালমিয়া সহ আরও বেশ কয়েকজন বিজেপিতে যোগদান করেছেন। আজ বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের দুর্দিনের সঙ্গী বাণী সিংহ রায়।
তৃণমূল কংগ্রেসের ইতিহাস ঘাটলে দেখতে পাওয়া যাবে, দলের একদম শুরুর সময় থেকে মুখ্যমন্ত্রীর পাশে দেখতে পাওয়া গেছে বাণী সিংহ রায়কে। হাওড়ার ডোমজুড়ের মঞ্চ থেকে শুভেন্দু বলেন, তৃণমূল দল প্রতিষ্ঠার সময় যে দুজন সই করেছিলেন তাঁদের মধ্যে একজন মুকুল রায় অন্যজন বাণী সিংহ রায়। আজ সেই বানি সিংহ রায়কেও যোগ দিতে দেখা গেল বিজেপিতে । বিশেষত প্রশান্ত কিশোরের দলে যোগ দেওয়া নিয়ে উল্টো সুরে গান গাইছেন তৃণমূল কর্মীরা। সম্ভবত সেই কারণেই তড়িঘড়ি বিজেপিতে যোগদান করলেন বাণী সিংহ রায় ।