ডিএ থেকে নিয়োগ দুর্নীতি, তৃণমূলকে তুলোধনা শুভেন্দুর। এম ভারত নিউজ

admin

এদিন আরও একবার তারিখ উল্লেখ করে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা

0 0
Read Time:3 Minute, 0 Second

ডিএ থেকে নিয়োগ দুর্নীতি, দ্রব্য মূল্য থেকে চাকরিপ্রার্থীদের আন্দোলন। বিধানসভায় একের পর এক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাম না করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুভেন্দু বলেন, “আপনার সরকারের আমলে বাজার দর বাড়ছে। আপনি প্রাণী সম্পদে কোনও ডাক্তার নিয়োগ করেননি। হেলথ সেক্টর চালাচ্ছেন আশা কর্মীরা।” একইসঙ্গে রাজ্যের বেকারত্ব নিয়েও সোচ্চার হন শুভেন্দু।

politics_310

শুভেন্দু আরও বলেন, “বাংলায় দু’কোটি বেকার রয়েছে যারা কর্মসংস্থান পাচ্ছে না। অমানবিক, বর্বর, অহংকারী, দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সমস্ত শূন্য পদে ৬ মাসে স্বচ্ছ নিয়োগের দাবি রাখছি। আমি রাজ্য নির্বাচন কমিশনে আরটিআই করে জানতে চেয়েছিলাম, কাস্ট রিজার্ভ আসনে যাঁরা প্রার্থী হয়েছেন, সেই তালিকা চেয়েছিলাম। ভুয়ো সার্টিফিকেট আমরা পেয়েছি। আমার ধারণা, ওবিসির ক্ষেত্রে যে তথ্য পেয়েছি, সেটার অধিকাংশই ভুয়ো।”

এদিন আরও একবার তারিখ উল্লেখ করে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। বলেন, “১৫ অগাস্টের পর আরও তথ্য নিয়ে সামনে আসব। ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রকৃত এসসি, ওবিসি-কে সার্টিফিকেট দেওয়া হয়নি। ৭৮ জনের সার্টিফিকেট বাতিল করলে হবে না। বিডিও-এসডিওদের সাসপেন্ড করলে হবে না। গ্রেফতারের দাবি করছি। অর্থনৈতিকভাবে যত টাকা বেতন আকারে তুলেছেন তাঁরা, সেটা ফেরত দিতে বলছি।” তাঁর আরও অভিযোগ, আংশিক এবং চুক্তিভিত্তিক কর্মীরা এখন খেতে পারছেন না। শুভেন্দুর অভিযোগ, “বাজার অগ্নিমূল্য, চাষিরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। পাবলিক সার্ভিস কমিশন কোন নিয়োগ করছে না।” যত রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে সব রিক্রুটমেন্ট বোর্ডকে অচল করে রেখেছেন মুখ্যমন্ত্রী বলেও অভিযোগ জানানোর পাশাপাশি আগামী ছ’মাসের মধ্যে সমস্ত পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিো জানান তিনি।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নির্মম! ২১ দিনের শিশুকে বিক্রি করলেন মা, গ্রেফতার ৬। এম ভারত নিউজ

মহিলাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় জড়িত আরও পাঁচ জনকে

Subscribe US Now

error: Content Protected