বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জের। কলকাতা-সহ সমগ্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার, ২০ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলিতে। যার জন্য ইতিমধ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই খবর। সেই কারণে সোমবার ও মঙ্গলবারের জন্য দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের একাধিক জেলায়। মঙ্গলবারও জারি বৃষ্টির পূর্বাভাস। সেইসঙ্গে বইবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া।যার জন্য ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতেও। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে নবান্ন। নবান্নের তরফে জেলা প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ, রবি থেকে মঙ্গল বৃষ্টিতে ভাসবে পাহাড়-সমতল । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 33 Second