আজ নেতাজীর 125 তম জন্ম জয়ন্তী পালনের উদ্দেশ্যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেল তিনটে নাগাদ দমদম এয়ারপোর্টে নামার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে পশ্চিমবঙ্গে আসার আগেই সকাল-সকাল শুদ্ধ বাংলায় টুইট করে শুভেচ্ছা জানালেন নেতাজি জন্মজয়ন্তীর। তিনি তার বাংলা টুইটে লিখেছেন”পশ্চিম বঙ্গের প্রিয় ভাই ও বোনেরা, পরাক্রম দিবসের, এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কলকাতায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীর কেশরী সুভাষচন্দ্র বসু কে শ্রদ্ধার্ঘ্য জানাবো”।
রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, তাই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কলকাতা শহরকে ।আজ বিকেল তিনটে নাগাদ দমদম এয়ারপোর্টে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপর সেখান থেকে যাবেন জাতীয় গ্রন্থাগারে। তারপর যোগদান করবেন নেতাজী সম্পর্কিত একটি আন্তর্জাতিক সেমিনারে। সেখান থেকে যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে, যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ রাজ্যের রাজ্যপাল জাগদীপ ধনকার। সেখানে তিনি উদ্বোধন করবেন দুটি গ্যালারির পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নাম পরিবর্তন করার কথা শোনা যাচ্ছে ইতিমধ্যেই। সন্ধে সাতটায় আনন্দ অনুষ্ঠান শেষ করে রাত্রি আটটা নাগাদ তিনি আবার রাজধানীতে ফেরত যাবার বিমানে চড়বেন।