বোলপুরে বিজেপি প্রার্থীর গাড়ি ভাংচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:3 Minute, 4 Second

গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের শেষ দিনে বোলপুরের বিজেপি প্রার্থীর গাড়ি ভাংচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ইতিমধ্যেই জানতে পারে গেছে ভোটে উত্তপ্ত অবস্থায় রয়েছে বোলপুরের ইসলামবাজারের ধরমপুর। সূত্রের খবর অনুসারে জানা গেছে, বিজেপি প্রার্থী অনির্বাণ বন্দোপাধ্যায়ের গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শুধু তাই নয় এমনকি বিজেপি প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া করারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । ওদিকে তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ আনা হয়েছে যে বিজেপি প্রার্থীদের হামলায়, তৃণমূলের ৪ কর্মী আহত হয়েছেন।

অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জানতে পারে গেছে, তাঁর কেন্দ্রের ভোটারের সংখ্যা প্রায় ৫০০ বেশি এবং সেখানে মহিলা ভোটারের সংখ্যা অধিক। তৃণমূলের হার্মাদ বাহিনি এবং দুষ্কৃতীদের কারণে ভীতসন্ত্রস্ত হয়ে ভোটদান কেন্দ্রের পৌছাতে পারছিলেন না মহিলারা। সেক্ষেত্রে মহিলাদের সকলকে নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার পথে বাধা প্রাপ্ত হন তিনি এবং তাঁর উপরে হামলা চালায় তৃণমূলের দলীয় কর্মী সমর্থকরা এমনকি বাঁশ নিয়ে তাড়া করা হয় তাঁকে। শুরু হয়ে যায় হাতাহাতি। ছোড়া হয় পাথরও। তৃণমূলের অভিযোগ, বোলপুরের বিজেপি প্রার্থীই গোলমাল পাকাচ্ছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী।

পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশের সামনেই চলতে থাকে ইটবৃষ্টি। কার্যত পুলিশ এবং বাহিনীকে উপেক্ষা করেই দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। ছোড়া হয় লাঠি, পাথর। হাতে বাঁশ নিয়ে রীতিমতো সম্মুখ-সমরে দেখা যায় দুপক্ষকেই।ওদিকে ফলে এই ঘটনার জেরে মাথা ফেটে যায় দুজনের তাঁদের মধ্যে একজনকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু তাতে বদল হয় না পরিস্থিতির।এই ঘটনার জেরে ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এলাকাবাসী যথেষ্ট ভীতসন্ত্রস্ত হয়ে সময় কাটাচ্ছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

প্রার্থীকে ভোট দিতে বাধা। অভিযোগ জোড়াসাঁকোর প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। এম ভারত নিউজ

ভোটারকার্ড না দেখালে দেওয়া যাবেনা ভোট। বিজেপি প্রার্থীকে ভোটদানে বাধার অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। এম ভারত নিউজকার্ড দেখাতে পারেননি প্রার্থী।তাই প্রার্থীকে ভোট দিতে দিলেন না প্রিসাইডিং অফিসার। বাড়ি থেকে ভোটার কার্ড নিয়ে আসার পরেই মিলল ভোট দেওয়ার অনুমতি।এমনই ঘটনার অভিযোগ তুলেছেন জোড়াসাঁকো বিধানসভার বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। আজ বৃহস্পতিবার উত্তর […]

Subscribe US Now

error: Content Protected