চুপিসারেই গাঁটছড়া বাঁধলেন নোবেলজয়ী মালালা। এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 9 Second

বিয়ে সারলেন কনিষ্ঠতম নোবেলজয়ী মালালা ইউসুফজাই। নোবেল শান্তি পুরস্কারজয়ী এই পাকিস্তানি কন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অসর মালিক নামে পাক ক্রিকেট বোর্ডের এক কর্তা। মালালার বার্মিংহামের বাড়িতে ঘরোয়া পরিবেশেই এবার জীবনের নয়া ইনিংস শুরু করলেন দুজনে। মঙ্গলবার নিজেই টুইট করে সকলকে তাঁর বিয়ের খবর জানিয়েছেন তরুণী মালালা। সেইসঙ্গে তাঁর বিয়ের কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি।

টুইটারে ছবিগুলি শেয়ার করার পাশাপাশি মালালা লেখেন, “আজ আমার জীবনের একটি মূল্যবান দিন। অসর এবং আমি আজীবনের সঙ্গী হতে গাঁটছড়া বাঁধলাম। আমরা বার্মিংহামের বাড়িতে ছোটখাটো এক বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে এই মুহূর্তটি উদযাপন করলাম। আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন। আগামীর যাত্রা একসঙ্গে শুরু করতে পেরে আমরা উত্তেজিত।” প্রসঙ্গত উল্লেখ্য, ২০১২ সালে প্রথমবার গোটা বিশ্ব নাম জেনেছিল মালালা ইউসুফজায়ের। সেই সময় ১৪ বছর বয়সী কিশোরী মালালাকে স্কুল থেকে ফেরার পথে তালিবানের গুলি খেতে হয়েছিল শুধুমাত্র স্কুল যাওয়ার অপরাধে। এই ঘটনায় কার্যত শিউরে উঠেছিল বিশ্ব। বুলেটে খসে পড়েছিল কিশোরী মালালার মাথার খুলির একাংশ। কিন্তু এখন বছর চব্বিশের মালালা ইউসুফজাই একজন নোবেলজয়ী সমাজকর্মী, নারী শিক্ষাকর্মী, শান্তিকামী। আরও বহু পরিচয়ে পরিচিত তিনি। লড়াকু নারীদের অন্যতম অনুপ্রেরণা তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পুলিশী মদত ছাড়া তৃণমূলের জেতা অসম্ভব, দাবি দিলীপের । এম ভারত নিউজ

বুধবার ইকো পার্কে প্রাতঃভ্রমনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের রাজ্য সরকারকে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। এবারে পুরভোটকে সামনে রেখেই সরকারকে বিঁধলেন তিনি। এদিন দিলীপ ঘোষ বলেন, পুরভোটে ফায়দা তোলার জন্য খামখেয়ালিপনা করছে সরকার। এছাড়া বালি প্রসঙ্গে তিনি বলেন, ‘সমস্ত রাজনৈতিক স্বার্থেই সিদ্ধান্ত। বালিকে আনারই বা কি ছিল, বালি কে ছাড়াই […]

Subscribe US Now

error: Content Protected