তমলুকে অন্যরূপে শুভেন্দু । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 23 Second

গলায় রজনীগন্ধা ফুলের মোটা মালা আর মুখে চৈতন্যদেবের নামগান। বুধবার চৈতন্যদেবের 512 তম আবির্ভাব দিবসে এমন সাজেই পূর্ব মেদিনীপুরের তমলুকে দেখা গেল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। এরআগেও তৃণমূলে থাকাকালীনও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। দলবদল করেও তার অন্যথা হয়নি। এদিন গরিব মানুষের পাতে খিচুড়ি দিতেও দেখা যায় তাঁকে।

এদিনের শোভাযাত্রায় শুভেন্দু অধিকারীর সঙ্গে পা মেলান কয়েকহাজার ভক্ত। শোভাযাত্রা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নবান্নে মুখ্যমন্ত্রী ভারতসেবা সংঘকে বলেছেন মাঝে মাঝে দাঙ্গা করে, এর উত্তর ঠিক পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এই রাজত্বকে রাম রাজত্বে পরিণত করতে হবে অর্থাৎ এখানে কেউ খালি পেটে ঘুমাবে না, বেকারদের কর্মসংস্থান করতে হবে, চাষীরা যাতে ন্যায্য মূল্যে তার ফসল বিক্রি করতে পারে সেদিকে নজর দিতে হবে। শিল্প আনতে হবে।

এদিন শুভেন্দুবাবু আরও বলেন, আমরা সবাই আস্তিক ধর্ম নিয়ে থাকলে খারাপ কাজ থেকে বিরত থাকব। তাঁর মতে, জয় শ্রীরাম কোনও অপ শব্দ নয়, এটা শুভ শব্দ। উল্লেখ্য, বিজেপির এই জয় শ্রীরাম স্লোগানকে ঘিরে বর্তমানে বেশ অসন্তুষ্ট তৃণমূল নেত্রী সহ দলের নেতা-কর্মীরা। এদিন তিনি আরও বলেন, আমি এখানে রাজনীতি করতে আসিনি আমি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠানে যোগদান করি, আমরা বিগত দিনে ভারতসেবা সেবা সংঘের সদস্যদের কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সেবা করেছি রাজনীতি করার জন্য নয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভোটের আগেই হাওড়া গ্রামীণ পুলিশে রদবদল । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া : ভোটের আগেই হাওড়া গ্রামীণ পুলিশে বড়সড় রদবদল। আমতা থানার ওসি হচ্ছেন রাজাপুর থানার সৌমেন গঙ্গোপাধ্যায়। আমতা থানার ওসি কিঙ্কর মণ্ডল যাচ্ছেন গ্রামীণ হাওড়া জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের ওসি পদে। উলুবেড়িয়া থানায় কর্মরত অভিষেক রায়কে বদলি করা হচ্ছে জয়পুর থানার ওসি হিসেবে। জয়পুর থানার ওসি তাপস […]

Subscribe US Now

error: Content Protected