ফের উর্দ্ধমুখী রান্নার গ্যাসের দাম। এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 7 Second

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। জানা যাচ্ছে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দামের ক্ষেত্রে ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম বৃদ্ধি প্রাপ্ত হয়েছে ২৫ টাকা। করোনাকালীন কঠিন পরিস্থিতিতে দিশেহারা সাধারণ মানুষ। তার ওপর নির্বাচনের পর থেকে ক্রমাগত পেট্রোপণ্য এবং গ্যাসের দাম বৃদ্ধির ফলে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ।করোনাকালীন পরিস্থিতিতে দেশের অর্থনীতির শিরদাঁড়া ভেঙ্গে গিয়েছে। আর সেই পরিস্থিতিতেই ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত ভর্তুকিহীন গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে ৩২৭ টাকা। এখানেই শেষ নয়, হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত সিলিন্ডার গুলির ক্ষেত্রেও মূল্য বৃদ্ধি পেয়েছে ৭৩.৫০ টাকা । ফলে বর্তমানে ঐ সিলিন্ডারের মূল্য বেড়ে হয়েছে ১৭৭০.৫০ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য, দু সপ্তাহের মধ্যেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। জানা যাচ্ছে গত দুবারে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ টাকা। পয়লা সেপ্টেম্বরের আগে শেষ বারের মত গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছিল ১৭ ই আগস্ট। গত ১৭ ই আগস্ট গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছিল ২৫ টাকা। সেইসময় সিলিন্ডার পিছু দাম ছিল ৮৬১ টাকা। বর্তমানে মূল্যবৃদ্ধি হওয়ার ফলে গ্যাসের নয়া দাম হল, ৯১১ টাকা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ড্রোন হামলার হুঁশিয়ারি পেন্টাগনের । এম ভারত নিউজ

২৪ ঘন্টা পার হতে না হতেই আফগানিস্থানে ড্রোন হামলার হুঁশিয়ারি দিল পেন্টাগন। মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়লেও প্রয়োজনে ফের ড্রোন হামলা করবে মার্কিন মুল্লুক । উল্লেখ্য কিছুদিন আগেই কাবুল বিমানবন্দরে এক ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারাতে হয় ১৩ জন মার্কিন সেনাকে। আর তারপর থেকেই মার্কিন সেনাবাহিনীর চোখের কাঁটা হয়ে রয়েছে আইএসআইএস […]

Subscribe US Now

error: Content Protected