শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন! জারি ১৩ দফার নয়া নির্দেশিকা। এম ভারত নিউজ

Mbharatuser

নতুন বছরের শুরুতেই শিক্ষা ব্যবস্থায় এক অভিনব পরিবর্তন আনল রাজ্য সরকার।

0 0
Read Time:3 Minute, 47 Second

নতুন বছরের শুরুতেই শিক্ষা ব্যবস্থায় এক অভিনব পরিবর্তন আনল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের সব স্কুলগুলিতে ‘গ্রাজুয়েশন সেরিমনি’ চালু করা হল। এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে উঠলে স্কুলের ছাত্রছাত্রীদের মিলবে সম্মান ঠিক যেমন কলেজ বা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের ক্ষেত্রে হয়। মূলত উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ধরনের সম্মান জ্ঞ্যাপক অনুষ্ঠান বিভিন্ন বেসরকারি বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রচলিত রয়েছে। এবার সেই ব্যবস্থাই রাজ্যের স্কুলগুলিতে নিয়ে আসতে চাইছে শিক্ষা দফতর। স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের ব্যাখ্যা, এর ফলে নতুন ক্লাসে উঠে ছাত্রছাত্রীদের মধ্যে যেমন উৎসাহ বাড়বে তেমন ড্রপ আউটের সংখ্যাও অনেক কমবে বলে মনে করছে শিক্ষা দফতরের আধিকারিকরা। শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদকে একটি নির্দেশিকা ইতিমধ্যে পাঠানো হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে।

১৩ দফা এই গাইডলাইনটিতে বলা হয়েছে যে, প্রতি বছরের ২ রা জানুয়ারি দিনটিতে এই ‘গ্রাজুয়েশন সেরিমনি’ পালন করা হবে। ছাত্রছাত্রী ও শিক্ষকরা মিলে একত্রিত হয়ে আনুষ্ঠানিক ভাবে সেরিমনিটি পালন করবে। গাইডলাইন অনুসারে, স্কুলের প্রধান শিক্ষক জানুয়ারি মাসের ২ তারিখ কিংবা প্রথম সপ্তাহেই ছাত্রছাত্রীদের এই সম্মান জানাবেন। প্রধান শিক্ষকের স্বাক্ষর করা একটি ধন্যবাদ জ্ঞাপক চিঠি প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে। স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিংবা ক্লাস টিচার নবাগত ছাত্রছাত্রীদের স্কুলের ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল করার পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বই, স্কুলড্রেস, ব্যাগ, জুতো, স্বাস্থ্য পরিসেবা, মিড ডে মিল প্রভৃতি যেসব পরিষেবাগুলো রাজ্য সরকার প্রদান করছে সেগুলির ব্যাপারেও ভালো করে ছাত্রছাত্রীদের জানাবেন বলে ঠিক করা হয়েছে।

এছাড়াও নতুন ক্লাসে ছাত্রছাত্রীদের গিফট, চকোলেট, মিস্টি প্রভৃতি দিয়ে স্বাগত জানানো হবে। স্কুলগুলিতে আলাদা ফটো গ্যালারি থাকবে, যেখানে ছাত্রছাত্রীদের ফটো, নাম, জন্ম তারিখ প্রভৃতি দেওয়া থাকবে। শিক্ষকদের সঙ্গেও তাদের ছবি ওই ফোটো কর্নারে লাগানো হবে। পুরো অনুষ্ঠানটির একটি তথ্যচিত্র তৈরি করে সেটা প্রতি বছর স্কুলগুলিকে বুকলেট আকারে প্রকাশ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জট কাটল প্রধানমন্ত্রী আবাস যোজনার, স্বস্তির আশায় জনগণ। এম ভারত নিউজ

বছরের শেষ দিন পর্যন্ত জেলা প্রশাসন সমীক্ষা চালিয়েছে এ ব্যাপারে।

Subscribe US Now

error: Content Protected