Read Time:1 Minute, 14 Second
উত্তরপ্রদেশের বরেলীতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর পেট কেটে গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে দেখার চেষ্টা করার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । বরেলীর সিভিল লাইন পুলিশ স্টেশন এলাকার বাসিন্দা ৩৫ বছরের যুবক পান্নালাল । পরপর পাঁচটি মেয়ে হয়েছিল পান্নালালের । তাই ষষ্ঠবার স্ত্রী অন্তঃস্বত্ত্বা হওয়ার পরে শনিবার সন্ধ্যায় স্ত্রীর পেট কেটে পান্নালাল দেখার চেষ্টা করে যে সন্তান আসতে চলেছে তা ছেলে না মেয়ে । যুবতীর চিৎকার শুনে সেখানে এসে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা। গুরুতর জখম পান্নালালের স্ত্রীকে নিয়ে তাঁরা স্থানীয় হাসপাতালে যান । সেখান থেকে তাঁকে বরেলী হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় সেখানে ভর্তি রয়েছেন তিনি।
