সেলিব্রেশনের মুডে পার্কস্ট্রিট, বর্ষবরণে সেজে উঠেছে তিলোত্তমা! এম ভার‍ত নিউজ

Mbharatuser

চলছে ডিজে। শহরের পাব, রেস্ট্রোরেন্টগুলিতে উপচে পড়ছে ভীড়।

0 0
Read Time:2 Minute, 45 Second

আর কিছুক্ষণের অপেক্ষা। বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে গোটা দেশ। জায়গায় জায়গায় সকাল থেকেই চলছে পিকনিক, ফাংশন, আনন্দ উৎসব। কোলকাতার পার্ক স্ট্রিটও বরাবরের মতো সেজে উঠেছে বড়দিন থেকেই। উপচে পরা ভীড় বেশ চোখে পড়ার মতো আজ। চারিদিক আলো ঝলমলে। চলছে ডিজে। শহরের পাব, রেস্ট্রোরেন্টগুলিতে উপচে পড়ছে ভীড়।

সেলিব্রেশনের একটি বৃহত্তর জায়গা পার্কস্ট্রিট। আজ সবাই সেই মুডে। বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে এখানে হাজার হাজার মানুষ। দুর্গাপুজোর তুলনায় ভীড় কিছু কম নয়। আজ আলো ঝলমলে গোটা তিলোত্তমা। নিয়নের আলোয় জলসায় সেজে উঠেছে পার্কস্ট্রিট চত্বর। দু দিন ধরে ঠান্ডাও ধীরে ধীরে নিজের রুপে ফিরে আসছে। শিতের আমেজ গায়ে মেখে দলে দলে মানুষ বেড়িয়ে পড়েছে নববর্ষকে স্বাগত জানাতে। আজ শহরে সজাগ কলকাতা পুলিশও। ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে যানবাহন চলাচলে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে কড়া নজর পুলিশকর্মীদের। কোলকাতার বিশেষ মহিলা পুলিশ বাহিনী উইনার্স টিম স্কুটি নিয়ে টহলদারি চালাচ্ছেন জায়গায় জায়গায়। আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় তা পুরোপুরিভাবে নজরে রাখা হচ্ছে প্রশাসনের তরফে। আজ দিনভড় শহরের দ্রষ্ঠব্য স্থানগুলিতে ঢল নামে মানুষের। প্রিয়জনদের সাথে সবাই ভাগ করে নিচ্ছেন নতুন বছরের উন্মাদনা ও ভালোবাসা।

মানুষের ঢল নেমেছে সুমদ্রতট এবং পাহাড়ি অঞ্চলগুলিতেও। বর্ষবরণের পার্টি চলছে সর্বত্র। উল্লাসে মেতে উঠেছে মানুষ। দু বছর পর করোনা পরিস্থিতিতে হাঁফিয়ে ওঠা মানুষ এই বছর লাগামছাড়া। তবে প্রশাসনিক দিক থেকে দেশের সব জায়গাতেই কোভিডবিধি মেনে আনন্দ অনুষ্ঠান করা হচ্ছে। মানুষকে এ ব্যাপারে সচেতন হওয়ার কথা বলা হচ্ছে বারংবার।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বড় বার্তা মমতার। এম ভারত নিউজ

আগেই দলীয় সম্মেলনের ডাক দিয়েছিলেন দলের সুপ্রিমো

Subscribe US Now

error: Content Protected