বঙ্গ নির্বাচন ২০২১, আগামীকাল থেকে হুইল চেয়ারে বসে সম্প্রচারে বের হতে চলেছেন রাজ্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তার এই সফর শুরু হবে জঙ্গলমহল থেকে এবং পরেপুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর সফর করবেন তিনি। আগামী পাঁচ দিন পাঁচ জেলার সফরে যেতে চলেছেন তিনি ।
কিছুদিন আগেই নন্দীগ্রাম সফরে গিয়ে নিজের পায়ে আঘাত পান তিনি ফলে তৈরি করে থাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে ডাক্তারের সূত্রে খবর পাওয়া যায় আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত হাঁটতে পারবেন না তিনি কারণ তার বাঁ পায়ের গোড়ালিতে হাড়ে চিড় ধরেছে। ৪৮ ঘন্টা বিশ্রাম নেওয়ার পরেই তড়িঘড়ি নির্বাচনী প্রচারে বেরোনোর সিদ্ধান্ত নেন তিনি।
তার গাড়ির সামনের সিটে বদলে সেখানে রাখা হয়েছে একটি হুইল চেয়ার যাতে তার পা রাখতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে পাশাপাশি আরেকটি হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে ,নির্বাচনী প্রচারে তাঁকে নিয়ে যাওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে এতটুকু সময় নষ্ট করতে রাজি নন। তাই আগামিকাল থেকে হুইল চেয়ারে বসেই ভোট প্রচার শুরু করে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।