Read Time:52 Second

রবিবার রাতে আফগানিস্তানে ঘটে যাওয়া এক ভয়াবহ সন্ত্রাসবাদী বিস্ফোরনে গুরুতর জখম ২৪ জন । কান্দাহারের মীরওয়াইস হাসপাতালের তরফে জানানো হয়েছে, জখমদের মধ্যে রয়েছেন ১৩ জন পুলিশ অফিসার ও ১১ জন সাধারণ মানুষ ।

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে রবিবার রাতে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের । স্থানীয় নিরাপত্তা বিষয়ক সূত্রে জানা গেছে, কান্দাহারের মাইওয়ান্দ জেলায় শাহরা ব্যাটালিয়নই ছিল সন্ত্রাসবাদীদের নিশানায় ।