রাজ্যে বিরোধী দমনে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিক ওদিক হলেই সকাল-বিকেল সন্ধ্যায় ইডি আধিকারিক পৌঁছে যাচ্ছে বিরোধী দের দরজায়। এবার পুলিশের জালে সেই ইডি আধিকারিক।
সূত্রের খবর, ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন ইডি আধিকারিক। নিজের প্রভাব খাটিয়ে হুমকি ও ঘুষ নেওয়ার অভিযোগে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। নাম অঙ্কিত তিওয়ারি।
জানা গেছে, এক চিকিৎসকের কাছ থেকে ২০ লাখ টাকা ঘুষ নিচ্ছিলেন তিনি। সেই সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলেন তামিলনাড়ুর দুর্নীতি দমন শাখা। পুলিশ তিওয়ারির পরিচয়পত্র বাজেয়াপ্ত করেছে। অভিযোগ, ওই আধিকারিক হুমকি দিয়ে বিভিন্ন ব্যক্তির থেকে টাকা আদায় করার চেষ্টা করতেন। টাকা দিলে মামলা বন্ধ এবং শিথিল করা হবে বলেও মানুষকে ভয় দেখাতেন। এই ঘটনার তদন্তের নেমে পুলিশ কেন্দ্রীয় সংস্থার মাদুরাইয়ের কার্যালয় এবং ওই ইডি কর্তার বাড়িতে তল্লাশি চালাতে শুরু করেন । ধৃত ইডি আধিকারিকের কার্যালয় এবং বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলেই খবর ।
প্রসঙ্গত, বেশ কয়েক দিন আগে ঘুষ নেওয়া ও ক্ষমতার অপব্যবহার এর অভিযোগ তুলে রাজধানী দিল্লী ও মরুরাজ্য রাজস্থান থেকে একাধিক ইডি আধিকারিককে গ্রেফতার করা হয়। এই ঘটনায় দক্ষিণের রাজ্যে শোরগোল পড়ে যায়। জানা গেছে, অঙ্কিত এর আগে গুজরাত এবং মধ্যপ্রদেশে ইডি দফতরে কর্মরত ছিলেন। তারপরই তাঁকে তামিলনাড়ুতে পাঠানো হয়েছিল।